Top

নামাজে মনোযোগ ধরে রাখতে যে কাজগুলো করা অপরিহার্য

১২ নভেম্বর, ২০২৪ ৮:১৭ পূর্বাহ্ণ
নামাজে মনোযোগ ধরে রাখতে যে কাজগুলো করা অপরিহার্য

১। চোখের হেফাজত করতে হবে। চোখ দিয়ে মেয়েদের ছবি, ফিল্ম, নাটক ছাড়াও অশ্লীল হারাম জিনিস দেখা যাবে না। নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে চোখের রোজা রাখতে হবে।

২। হারাম ভক্ষণ করা ছেড়ে দিতে হবে। হালাল উপার্জন খেতে হবে। হালাল উপার্জন ইবাদাতে মনোযোগ সৃষ্টিতে সহায়তা করে।

৩। নামাজ দীর্ঘায়িত করতে হবে। রুকু-সিজদায় গিয়ে বেশি করে তাসবীহ পড়তে হবে। রুকু-সিজদায় সময় বাড়াতে হবে।

৪। নামাজের ভিতরে তিলাওয়াত করা সূরা এবং দোয়াগুলোর অর্থ বুঝতে হবে। তাহলে নামাজে মনোযোগ ‍সৃষ্টি হবে।

৫। নামাজে দাঁড়ানোর আগে মোবাইলের স্ক্রীন দেখা হতে বিরত থাকতে হবে। মসজিদে যাওয়ার আগে মোবাইল বন্ধ রেখে দিতে হবে।

৬। প্রত্যেক নামাজের পর একটা দোয়া পড়তে হবে। পাঁচ ওয়াক্ত নামাজের পর রাসূল (সা.) দোয়াটি নিয়মিত পড়তেন।

দোয়াটি নিম্নরুপ: আল্লাহুমা আ’ইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক। অর্থ: হে আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন, আপনার জিকির যেন করতে পারি, আপনার শুকরিয়া যেন আদায় করতে পারি এবং আপনার ইবাদাত যেন সঠিকভাবে আদায় করতে পারি।-আমিন

উপরোক্ত দোয়াটি পাঁচ ওয়াক্ত নামাজের পরে অর্থ সহ বুঝে পড়লে নামাজে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে ইনশাআল্লাহ।

এনজে

শেয়ার