Top

‘আন্দোলন-সংগ্রামের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান’

১৩ নভেম্বর, ২০২৪ ১১:০৮ পূর্বাহ্ণ
‘আন্দোলন-সংগ্রামের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান’
রায়পুরা প্রতিনিধি :

বিএনপির যুগ্ন-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক এমপি খায়রুল কবির খোকন বলেছেন, ‘ছাত্রজনতার আন্দোলন-সংগ্রামের মাস্টারমাইন্ড ছিলেন আমাদের নেতা তারেক রহমান। তিনি প্রত্যক্ষভারে নির্দেশ দিয়েছেন যতক্ষণ পর্যন্ত স্বৈরাচারের পতন না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলন দেড় মাসের ছিলো না, ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে।’

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম সুলতান উদ্দিন মাস্টার প্রধান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আওয়ামীলীগ দেশ থেকে ১৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আরো প্রায় ১৮ লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। তারা সুইচব্যাংকে টাকা জমিয়েছে, কানাডায় বেগমপাড়া তৈরি করেছে। শেয়ারবাজার লুট করেছে, বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করেছে, ব্যাংকগুলো শেষ করে দিয়েছে।’

খায়রুল কবির খোকন বলেন, ‘অন্তবর্তী সরকারের কাছে আমরা দাবি করেছি দ্রুত সময়ের মধ্যে উল্লেখযোগ্য যৌক্তিক সংস্কার করে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের রোডম্যাপ দিতে। অন্তবর্তীকালীন সরকার দীর্ঘদিন যাবত ক্ষমতায় থাকবেন তা জনগণ চায় না। জনগণ সকল ক্ষমতার উৎস, তাই জনগণের ক্ষমতা জনগণের হাতে হস্তান্তর করার জন্য অবিলম্বে একটি নির্দলীয় নিরপেক্ষ, স্বাধীন নির্বাচন কমিশনের অধিনে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণ মূলক নির্বাচন বাংলাদেশের মানুষ দেখতে চায়।’

তিনি আরো বলেন, ‘আ’লীগের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে, তারা দিবাস্বপ্ন দেখছে। ইঁদুরের গর্ত থেকে মাথা বের করছে, কিন্তু তাদের আসার কোন সুযোগ নেই। অন্তবর্তীকালীন সরকার সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এদেশে আ’লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। তারা মানুষ হত্যা করেছে, তাই এদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তাদের রাজনীতি নিষিদ্ধের জন্য হাইকোর্টে রিট করা হয়েছে।’

ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এম এন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারে’র অন্যতম উপদেষ্টা আবুল কাশেম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, জেলা বিএনপির সদস্য একেএম জাহাঙ্গীর আলম বাদল, রফিকুল আমিন ভূইয়া রুহেল, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার হেলাল উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মোহন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাদল, নরসিংদী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, রায়পুরা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক নাহিদ মোল্লা, উপজেলা যুবদলের ১নং সদস্য মনিরুজ্জামান মৃধাসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের জনগণ।

এনজে

শেয়ার