Top

লালপুরে রাস্তা ভেঙে যাওয়ায় দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

১৩ নভেম্বর, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ
লালপুরে রাস্তা ভেঙে যাওয়ায় দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলার বড়বড়িয়া বাজার থেকে খাটখইর বাজার পর্যন্ত মাত্র ১.৪ কিলোমিটার রাস্তার জন্য দুর্ভোগে পড়েছে ওই এলাকায় চলাচলকারী অন্তত ১০টি গ্রামের সাধারণ জনতা। বিকল্প সড়ক না থাকায় রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ সহ্য করে চলাচল করছে পথচারী ও বিভিন্ন যানবাহন।

বুধবার (১৩ নভেম্বর) সকালে সরোজমিনে গিয়ে দেখা যায়,  উপজেলার আরবার ইউনিয়নের অন্তর্গত বড়বড়িয়া বাজার থেকে রাস্তাটি বড়বড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে খাটখইর বাজারে মিলিত হয়েছে যার দূরত্ব মাত্র ১.৪ কিলোমিটার। সেখান থেকে রাস্তাটি চিথলয়া, লোকমানপুর, বাগাতিপাড়া, ধরবিলা, দিঘা, চৌমুহনী, বাহাদুরপুর, ঢুষপাড়া, হাসেমপুর ও রঘুনাথপুর অভিমুখে চলে গেছে। খাটখইর যাওয়ার পথে দেখা যায়, রাস্তাটির অধিকাংশ জায়গায় পিচ করা কার্পেট উঠে গেছে এবং  বড়বড়িয়া বাজার, বড়বড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ও খাটখইর বাজারের পূর্বপাশে পাকা রাস্তাটির কার্পেট উঠে বড় গর্ত সৃষ্টি হয়েছে। খাটখইর গ্রামের বাসিন্দা ফখরুল (৬০) জানান, এই রাস্তাটি দিয়ে বড়বড়িয়া, খাটখইর, চিথলিয়া, লোকমানপুর, দিঘা,চৌমুহনীসহ অন্তত ১০টি গ্রামের মানুষ যাতায়াত করেন। উক্ত গ্রামের মানুষকে রাস্তাটি দিয়ে লালপুর থানা, লালপুর উপজেলা পরিষদ, আবদুলপুর রেল জংশন, আব্দুলপুর সরকারি কলেজ, লোকমানপুর কলেজ, চৌমুহনী উচ্চ বিদ্যালয় ও কলেজ, করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মিল্কিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, বড়বড়িয়া উচ্চ বিদ্যালয়, সালামপুর উচ্চ বিদ্যালয়, বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাটখইর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাটখইর ইক্ষু ক্রয়কেন্দ্র, চিথলিয়া কমিউনিটি ক্লিনিক, ধরবিলা হাফেজিয়াসহ  বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতে হয়। প্রয়োজনীয় জিনিসপত্র ও ফসল আনা-নেওয়া করতে হয়। কিন্তু ভাঙা রাস্তার জন্য প্রায়ই বিড়ম্বনার শিকার হতে হয়।

বড়বড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোসা: সুমাইয়া আক্তার সুমি বলেন, স্কুলের সামনে রাস্তা ভেঙে গর্ত সৃষ্টি হওয়ায় কিছুদিন আগে এক ভিক্ষুক তার হুইলচেয়ারসহ পাশের নিচু জমিতে পড়ে আহত হন। এছাড়া ভাঙা রাস্তার জন্য কোন যানবাহন চলাচল করতে চায় না। ফলে স্কুলে যাওয়ার সময় দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাটি দ্রুত সংস্কার করা হলে স্কুলে যাওয়া সহজ হবে।

হাসেমপুর গ্রামের শিক্ষক সুশান্ত পাল বলেন, রাস্তাটি ভেঙে যাওয়ায় অনেক দূরপথ ঘুরে তাকে কর্মস্থলে যেতে হয়। এছাড়া অত্র এলাকার মানুষকে আবদুলপুর রেল স্টেশন, উপজেলা পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে আসা-যাওয়ার সময় যানবাহন সংকটে পড়তে হয়।

বড়বড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোফাজ্জল হোসেন বলেন, জনগুরুত্বপূর্ণ রাস্তাটি ভেঙে ছোট-বড় গর্তের সৃষ্টি হাওয়ায় সাধারণত গাড়ি-ঘোড়া আসতে চায় না। ফলে স্কুল-কলেজ গামী শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে প্রায় বিপাকে পড়তে হয়। তিনি রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বলেন, রাস্তাটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাস্তাটি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনজে

শেয়ার