Top

সবুজ উদ্যোক্তা তৈরি বিষয়ক ক্যারিয়ার কর্মশালা

১৪ নভেম্বর, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ণ
সবুজ উদ্যোক্তা তৈরি বিষয়ক ক্যারিয়ার কর্মশালা

খুলনায় সবুজ উদ্যোক্তা তৈরি বিষয়ক ক্যারিয়ার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দিনব্যাপী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি অডিটোরিয়ামে এসপায়ার টু ইনোভেট (এটুআই) ও কুয়েট ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এবং একশনএইডের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় তরুণ প্রজন্মের সবুজ উদ্যোক্তা হওয়ার বিষয়ে কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ, পরিচালক ছাত্র কল্যাণ কেন্দ্র; প্রফেসর ড. ইমরান সাইফুল্লাহ, উপদেষ্টা কুয়েট ক্যারিয়ার ক্লাব; মো. আল ইমরান ফাহিম, কো-মডারেটর কুয়েট মডারেটর ক্লাব; মো. হাবিবুর রহমান, কো-অর্ডিনেটর ফিউচার স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট (এটুআই), আইসিটি ডিভিশন; এবং ওবায়েদুল্লাহ আল ইমন, প্রোগ্রাম অফিসার, ইয়ুথ অ্যান্ড জাস্ট সোসাইটি, একশনএইড বাংলাদেশ।

কর্মশালা শেষে বক্তারা বলেন, সবুজ উদ্যোক্তা বা পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে ক্যারিয়ার গড়ার এই কর্মশালা বর্তমান বিশ্বে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। উদ্যোক্তারা বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, পুনর্ব্যবহারযোগ্য উপাদান এবং নবায়নযোগ্য শক্তির ওপর ভিত্তি করে ব্যবসা শুরু করতে উৎসাহিত হন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সবুজ উদ্যোক্তা বিশেষজ্ঞ প্রফেসর ড. নরোত্তম কুমার রয় (ত্রিপোলি বিভাগ)।

এনজে

শেয়ার