জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে সনাতন ধর্মাবলম্বীদের নবান্ন উৎসবকে ঘিরে মাছের মেলা বসেছে। থরে থরে সাজানো রুই, কাতলা, সিলভার কার্প, ব্রিকেট সহ হরেক রকমের দেশি মাছ।
মেলায় সারি সারি দোকানে চলছে হাঁকডাক, দরদাম। মিলছে এক কেজি থেকে শুরু করে ২০ কেজি ওজনের বিভিন্ন ধরনের মাছ । ক্রেতারা উৎসাহ নিয়ে দেখছেন। আবার কেউ কেউ কিনছেন।
জানা গেছে, নবান্ন উৎসবে প্রতি বছর অগ্রহায়ণ মাসে তিথি অনুসারে সনাতন ধর্মাবলম্বীদের নবান্নের দিন এ মেলা বসে।মেলায় অংশ নেন উপজেলার মাত্রাই, উদয়পুর, জিন্দারপুর, আহাম্মেদাবাদ, পুনট ইউনিয়নসহ আশপাশের ২৫-৩০ গ্রামের মানুষ।এমন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে মাছ কিনতে ক্রেতারা ভীর করে।
উৎসবে প্রতি বাড়িতে মেয়ে জামাইসহ স্বজনদের আগে থেকে নিমন্ত্রণ করা হয়।মাজাইয়েরা মেলা থেকে শশুর বাড়িতে মাছ কিনে নিয়ে যায় এ জন্য কেউ কেউ এ মেলাকে জামাই মেলা ও বলে থাকেন।
মেলায় অংশ নেওয়া মাছ বিক্রেতা তাজুল ইসলাম জানান এবার মেলায় আমদানি কম তাই মাছের দাম একটু বেশি।
এবার মাছের মেলার মাছের আকার ও প্রকার ভেদে কেজি প্রতি ৩০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
তবে ক্রেতারা তাদের পছন্দের মাছ ব্যবসায়ীদের সাথে দর কষাকষি করেই কিনছেন।
ক্রেতারা জানান এ মেলায় অনেক বড় বড় মাছ পাওয়া যায়।তবে এবার দাম একটু বেশি।আব্দুল আজিজ নামে একজন ক্রেতা জানান মেলায় এক সাথে অনেক বড় বড় মাছের আমদানি হয় তাই দেখে শুনে পছন্দের মাছ নেওয়া যায় তবে এবার দাম একটু বেশি।
হাট কমিটি জানান,এই মেলাকে ঘিরে সব ধরনের শান্তি-শৃঙ্খলা বজার রাখার জন্য স্থানীয় পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসন আমাদের সহযোগিতা করে থাকে।ব্যবসায়িকরা ১ দিনের এ মেলায় কোটি টাকার উপরে মাছ বিক্রির আশা করছেন।
বিএইচ