সিরাজগঞ্জের তাড়াশে দলিল লেখক অফিসের দলিল লেখক সমিতির দীর্ঘ দুই যুগের সিন্ডিকেট ভেঙে যায় সাংবাদিকদের লেখালেখিতে। কিন্তু ৫ জুলাইয়ের পরে সিন্ডিকেট দখলে নেয় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম ও উপজেলা স্বেছাসেবক দলের আহ্বায়ক শাহাদত হোসেন।
এদিকে দলিল লেখকদের সিন্ডিকেটের জিম্মিদশা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে (১৩ নভেম্বর) বুধবার তাড়াশ প্রেসক্লাব চত্বরে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম বরাবর স্বারকলিপি দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার মাধ্যমে।
বিশেষ করে ভুক্তভোগীরা মানববন্ধন করায় চাপে পড়ে দলিল লেখক সিন্ডিকেট। তারপর থেকে সিন্ডিকেট টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছেন দলিল লেখক সমিতির আহবায়ক ও স্বেছাসেবক দলের আহ্বায়ক শাহাদত হোসেন, সদস্য সচিব বিএনপির যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম।
দলিল লেখক সিন্ডিকেটের এই দুই হোতা ভুক্তভোগীদের বিরুদ্ধে মানববন্ধনের চেষ্টা করেন। কিন্তু দলিল লেখক অফিসের একশ বাষট্টি জনের মধ্যে দশ থেকে বার জন মানববন্ধন করতে রাজি হয়। তাতে বেকায়দায় পরে যায় দলিল লেখক সমিতির আহবায়ক ও সদস্য সচিব। কোনো পথ খুঁজে না পেয়ে ফেসবুকে মিথ্যাচার শুরু করেছেন ভুক্তভোগীদের পক্ষে মানববন্ধনে নেতৃত্ব দেওয়া সাংবাদিক ও উন্ননয়কর্মী গোলাম মোস্তফার নামে।
জানা গেছে, ভূমি রেজিস্ট্রেশন আইন ২০২৪ না মানার কারণে কবলা দলিলে প্রতি লাখে ছয় হাজার পাঁচশ টাকার স্থলে বিশ হাজার টাকা পর্যন্ত গুণতে হয় ভূমি ক্রেতাদের। দানপত্র দলিলে দিতে হয় দুই হাজার টাকার স্থলে চৌদ্দ হাজার টাকা।
অপরদিকে ভুক্তভোগী মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের মন্টু মিঞা বলেন, আমার মেয়েকে উনিশ শতাংশ জায়গা দান করেছি। রেজিস্ট্রেশন খরচ বাবদ চৌদ্দ হাজার টাকা নিয়েছেন। দোবিলা গ্রামের মামুন মাস্টার বলেন, আমি বাইশ শতাংশ জায়গা কিনেছি তিন লাখ পঁঞ্চাশ হাজার টাকা দিয়ে। প্রতি লাখে চৌদ্দ হাজার টাকা নিয়েছেন।
সাংবাদিক ও উন্নয়নকর্মী গোলাম মোস্তফা বলেন, দলিল লেখক সিন্ডিকেট খুব শক্তিশালী। তাদের ভয়ে ভূমি ক্রেতারাও মুখ খুলতে চান না। প্রতি সপ্তাহে দলিল লেখকরা দশ থেকে বার লাখ টাকা হাতিয়ে নেয় ভূমি ক্রেতাদের। কেউ প্রতিবাদ করলে তার উপর জুলুম করার সর্বাত্মক চেষ্টা করেন।
এ প্রসঙ্গে তাড়াশ সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান বলেন, বৃহস্পতিবার দলিল লেখকদের ডেকে মৌখিকভাবে শতর্ক করে দিয়েছি। কোনো দলিল লেখক ভূমি ক্রেতাদের অতিরিক্ত টাকা নিলে, যদি প্রমাণিত হয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম জি