খুলনার কয়রা উপকূলীয় এলাকায় শীতের শুরুতে অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ।
শনিবার ( ৩০ নভেম্বর) সকাল দশটায় নবজাগরণ যুব সংঘের আয়োজনে স্থানীয় অন্তাবুনিয়া বাজার বালুর মাঠে ছিন্নমুল ১৩০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র হিসেবে পুরুষদের হুডি ও নারীদের সুইটার প্রদান করা হয়। শীতের শুরুতেই শীতবস্ত্র পেয়ে খুশি হয়েছেন বলে জানান সুফলভোগীরা।
এ সময় নবজাগরণ যুব সংঘের সভাপতি হাফিজুল ইসলাম সর্দারের সভাপতিত্বে ও সংগঠনের পৃষ্ঠপোষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস।
এ সময় অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন- মহারাজপুর ইউনিয়নের বিবাহ রেজিস্টার দীন মোহাম্মদ, নবজাগরণ যুব সংঘের সদস্য হাফেজ হারুনুর রশিদ, আবু মুসা, আবু হাসান, মোঃ ওয়েজ কুরনী, আসাদুল ইসলাম, মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ।
নবজাগরণ যুব সংঘের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম সরদার বলেন, নবজাগরণ যুব সংঘ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে এলাকায় অন্যায়-অত্যাচার, জুলুম, মাদক ও দুর্নীতিমুক্ত ন্যায় সাম্য সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে একদল যুবক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিএইচ