Top

এনসিসি ব্যাংক উপশাখার উদ্বোধন

২২ ডিসেম্বর, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ
এনসিসি ব্যাংক উপশাখার উদ্বোধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এনসিসি ব্যাংক পিএলসির ভুলতা উপশাখা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

রোববার (২২ ডিসেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এনসিসি ব্যাংক পিএলসির ভুলতা উপশাখা রবিবার আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছে। এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময়, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, উদ্যোক্তা ও প্রাক্তন পরিচালক কাজী মনিরুল আলম এবং গাউসিয়া করপোরেশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান দীপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া, ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির আনাম ও মোঃ মনিরুল আলম, এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন এ. এইচ. এম. আবদুস সাদিক খান এবং ভুলতা উপশাখার ইনচার্জসহ স্থানীয় ব্যবসায়ী ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নূরুন নেওয়াজ সেলিম বলেন, এনসিসি ব্যাংক দ্রুততম সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য গ্রাহকদের কাছে অঙ্গীকারাবদ্ধ।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে এনসিসি ব্যাংক এর শাখা ও উপশাখার কার্যক্রম সম্প্রসারিত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এনসিসি ব্যাংক কার্যক্রম শুরু করেছে।

তিনি এনসিসি ব্যাংকের প্রযুক্তি নির্ভর বিভিন্ন সেবার কথা তুলে এলাকার খুচরা ও পাইকারী কাপড় ব্যবসায়ী ও পেশাজীবীদের এই শাখা হতে সেবাসমূহ গ্রহণের আহ্বান জানান।

খায়রুল আলম চাকলাদার এবং উদ্যোক্তা ও প্রাক্তন পরিচালক কাজী মনিরুল আলম বর্তমানে ব্যাংকিং সেক্টরে এনসিসি ব্যাংক স্বচ্ছ ও শীর্ষস্থানীয় অবস্থান তুলে ধরেন। তাঁরা এনসিসি ব্যাংকের বর্তমানের শক্তিশালী আর্থিক ভিত্তি তথা এর ঋণ-আমানত অনুপাত, ক্রেডিট রেটিং এ উন্নত অবস্থান এবং সিএসআর কর্মকান্ডসহ দক্ষ ব্যবস্থাপনা কার্যক্রমের কথা তুলে ধরেন। অত্র এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ ভুলতা উপশাখার মাধ্যমে উপকৃত হবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।

এম.শামসুল আরেফিন বলেন, প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবসায় উন্নততর গ্রাহক সেবা প্রদানে এনসিসি ব্যাংক অ্যাপ ভিত্তিক প্রযুক্তির ব্যবহারসহ যুগোপযোগী ব্যাংকিং ব্যবসায় অগ্রাধিকার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় করপোরেট, রেমিট্যান্স এর পাশাপাশি রিটেইল ও এসএমই, ইসলামিক ব্যাংকিং, নারী ব্যাংকিং এবং সাসটেইনেবল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে এনসিসি ব্যাংক ইতোমধ্যেই দেশের শীর্ষস্থানীয় ব্যাংকে পরিণত হয়েছে।

ভুলতা উপশাখাটি অত্র এলাকার ব্যবসায়িক কার্যক্রমে বিশেষত এসএমই এবং রেমিট্যান্সসহ অন্যান্য খাতের সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এম জি

শেয়ার