Top
সর্বশেষ
নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত ছয় মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই: পররাষ্ট্র উপদেষ্টা ৫ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর এক বছরের মধ্যে ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার হবে: চিফ প্রসিকিউটর ইআরএফের নতুন সভাপতি দৌলত আকতার মালা, সম্পাদক আবুল কাশেম শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয় ভোটার হওয়ার বয়স ১৭ হওয়া উচিত: প্রধান উপদেষ্টা এক্সপ্রেসওয়েতে তিন গাড়িকে বেপরোয়া বাসের ধাক্কা, নিহত ৫ বাংলাদেশ-চীন সর্ম্পক নতুন উচ্চতায়: পররাষ্ট্র উপদেষ্টা

পাবনায় কৃষকের ৫০০ কলাগাছ কাটল যুবলীগ কর্মীরা

২৮ ডিসেম্বর, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ
পাবনায় কৃষকের ৫০০ কলাগাছ কাটল যুবলীগ কর্মীরা
স্টাফ রিপোর্টার, পাবনা :

পাবনার ঈশ্বরদীতে কৃষকের অন্তত ৫০০ কলাগাছ কেটে ফেলেছে স্থানীয় যুবলীগ কর্মীরা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দাশুড়িয়ার আজমপুর এলাকায় প্রকাশ্যে এসব কলাগাছ কাটার নেতৃত্ব দেন ওই এলাকার যুবলীগ কর্মী মুক্তার হোসেন। এসময় তার সাথে ছিলেন আরো ১০-১৫ জন৷

এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সোয়াইবুর রহমান ইমরান।

অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ঐ এলাকায় কলার আবাদ করছিলেন ইমরান। তবে পাশেই মুক্তার হোসেন নামের ওই এলাকার যুবলীগ কর্মী জমি ক্রয় করে৷ পরে কৌশলে ইমরানের জমি দখলে নেওয়ার চেষ্টা করে। জমি দখলে বাধা দেওয়ায় জোরপূর্বক প্রকাশ্যে দিবালোকে কলাগাছগুলো কেটে ফেলেন মুক্তার হোসেন ও তার অনুসারীরা।

এ সময় কৃষকের অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি৷ ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম জি

শেয়ার