সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিন্ডে বিডি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ২৪২ বারে ৮৮ হাজার ৯৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৯৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা শাশা ডেনিমসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২০ বারে ৯ লাখ ৯১ হাজার ১৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৮৫২ বারে ৩ লাখ ১৯ হাজার ৮৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – হাক্কানি পাল্পের ৪.৮১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪.৮০ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্সের ৪.৬০ শতাংশ, গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ৪.৩৪ শতাংশ, বিচ হ্যাচারির ৪.৩২ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৪.১২ শতাংশ এবং সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৩.৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস