সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৭৯৯ বারে ১৩ লাখ ২১ হাজার ৩২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ১৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ওয়ান ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৫৩ বারে ১ কোটি ১১ লাখ ৮২ হাজার ২৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এস. আলম কোল্ড রোল্ড শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ শতাংশ। কোম্পানিটি ৬১৬ বারে ২ লাখ ৭১ হাজার ১৪৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ডাচ্-বাংলা ব্যাংকের ৫.৮২ শতাংশ, ফাইন ফুডসের ৫.৭৯ শতাংশ, এবি ব্যাংকের ৫.১৯ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.১৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৪.০৯ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৩.৫০ শতাংশ এবং আমান কটনের ৩.৪২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস