Top
সর্বশেষ

শ্রীপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

৩১ ডিসেম্বর, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ
শ্রীপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুলতান উদ্দিন সরকারের (৫৫) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা বাড়ীর সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। যাওয়ার সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৩ টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের ডাকাতির ঘটনা ঘটে।

সুলতান উদ্দিন সরকার উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের মৃত সফির উদ্দিন সরকারের ছেলে। সে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।

সুলতান উদ্দিন সরকারের ভাতিজা রনি সরকার জানান, রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে ১০-১৫ জনের মুখোশ পড়িহিত একদল ডাকাত বাড়ীর মেইন গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে ডাকাতেরা প্রথমেই দোতলায় গিয়ে বাড়ীর মালিক সুলতান উদ্দিন সরকারকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ সাড়ে ৫ লাখ টাকা, তিনটি গলার চেইন, পাঁচ জোড়া কানের দুল, একটি এলইডি টেলিভিশন, নিচ তলার ভাড়াটিয়ার হাতের স্বর্ণের বালা, একটি আংটি এবং এক জোড়া কানের দুলসহ মূল্যবান মালামাল লুটে নেয়। এসময় বাধা দেয়ায় ডাকাতেরা ভাড়াটিয়াকে মারপিট করে। ডাকাতেরা লুন্ঠিত মালামাল একটি মাইক্রোবাস ও পিকআপযোগে চলে যায়। যাওয়ার সময় তারা কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জনান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির শিকার পরিবারের সদস্যদেরকে অভিযোগ দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম জি

শেয়ার