Top
সর্বশেষ
২০২৪ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ৫৬৩৪ কোটি টাকা সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ পড়েন: জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা চরম সংকটেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খরচ বিলাস তাপমাত্রা আরও কমে শীত তীব্র হওয়ার সম্ভাবনা দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ, খসড়া তালিকা প্রকাশ ইসরায়েলি বর্বরতা: ৬ শতাংশ কমেছে গাজার জনসংখ্যা মন্টিনিগ্রোতে রেস্তোরাঁয় গোলাগুলি, শিশুসহ নিহত ১০ মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১০৫ অবৈধ অভিবাসী আটক

বিধবার ২ কোটি টাকা মূল্যের জমি দখল চেষ্টার অভিযোগ

৩০ ডিসেম্বর, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ
বিধবার ২ কোটি টাকা মূল্যের জমি দখল চেষ্টার অভিযোগ
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে বিধবা সুফিয়া আক্তারের (৬৬) দুই কোটি টাকা মূল্যের জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে ভূমি চক্রের সদস্য বিল্লাল হোসেন ও নজরুল ইসলামসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে। ওই চক্রের হয়রানি থেকে পরিত্রান পাওয়ার অশায় থানা পুলিশসহ স্থানীয় রাজনৈতিক নেতাদের দ্বারে দ্বারে ধন্না দিচ্ছেন বিধবা। চক্রের সদস্যদের হয়রানি ও হুমকির কারণে বিধবা আতঙ্কে দিন পার করছেন। তারা বিধবার ছেলের দোকান থেকে জোরপূর্বক ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী সুফিয়া আক্তার গাজীপুরের জয়দেবপুর থানার নয়াপাড়া (ডগরী) এলাকার মৃত লোকমান হোসেনের স্ত্রী। তফসিল অনুযায়ী এস.এ ৪৬৫, আর, এস ৪০৮ নং খতিয়ানভূক্ত এস.এ ১১৫৩, ১১৫৪, আর.এস ৩৯৪৪, ৩৯৪৫ নং দাগে ক্রয়কৃত জমি ৭০শতাংশ। যাহার মধ্যে ছেলে-মেয়েসহ আমাদের সকলের ০৪টি আলাদা বসত বাড়ী (প্রত্যেকের বসত বাড়ীতে ১৫ থেকে ২০ টি করে রুম নির্মাণ করা আছে), ১৪ টি দোকান ও বিভিন্ন গাছপালা রয়েছে।

স্থানীয় একাধিক ব্যাক্তি জানায়, প্রায় ৬০ বছর যাবত বিধবা সুফিয়া আক্তার ও তার স্বামী লোকমান হোসেন ৭০ শতাংশ জমি ভোগদখলে থেকে ঘরবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছে।

অভিযুক্তরা হলো চাঁদপুরের হাইমচর উপজেলার পশ্চিমচর (কৃষ্ণপুর) গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে বিল্লাল হোসেন, গাজীপুর মেট্রো সদর থানার উত্তর সালনা এলাকার ছালে মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম, জয়দেবপুর থানার নয়াপাড়া (ডগরী) এলাকার জয়নুদ্দিনের ছেলে সরুজ্জামান সুরুজ, গাজীপুর মেট্রো সদর থানার দক্ষিণ বাউপাড়া এলাকার সোলায়মান, আবুল খায়ের, আমিরুল ইসলাম এবং জাহাঙ্গীর আলম। তারা ভূমি চক্রের সদস্য বলে ভুক্তভোগী থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন।

ভুক্তভোগী সুফিয়া জানান, আমি এবং আমার স্বামী লোকমান হোসেন রেজিষ্ট্রিকৃত সাব-কবলা দলিলের মাধ্যমে ১৯৭০ এবং ১৯৭২ জয়দেবপুর থানাধীন ডগরী মৌজায় ৭০ শতাংশ জমি ক্রয় করি। নিজ নিজ নামে নামজারী ও জমাভাগ করে ওই জমিতে ঘরবাড়ী ও দোকানপাট নির্মাণ করে ভোগদখল করতে থাকি। গত ৮ বছর পূর্বে আমার স্বামী লোকমান হোসেন আমাকেসহ আমার দুই ছেলে ও এক মেয়েকে ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেন। গত প্রায় এক বছর যাবত অভিযুক্তরা আমাদের ভোগদখলীয় ৭০ শতাংশ জমির মধ্যে বিল্লাল হোসেনের নামে ৫৩ শতাংশ জমির জাল দলিল তৈরী করে দখল করার জন্য অপতৎপরতা চালাচ্ছে। চলতি মাসের ১০ ডিসেম্বর বেলা ১১ টায় নজরুল ইসলাম ও তার ৪০/৫০ জন সহযোগী  জমিতে প্রবেশ করে জমিতে রাখা এক ট্রাক বালু অন্যাত্র সরিয়ে নেয়। এসময় অভিযুক্তরা ভোগদখলে থাকা জমির মধ্যে সাইজুদ্দিন নামে সাইনবোর্ড স্থাপনের চেষ্টা চালায়। নজরুল ইসলাম জমিতে থাকা দোকানের ভাড়াটিয়াদেরকে তার হাতে ভাড়ার দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং না দিলে দোকানে তালা ও ভেঙ্গে দিবে বলে হুমকি দেছ।

পাশের বাহাদুরপুর এলাকার আব্দুল করিম মুন্সির ছেলে হাসান জানান, বিধবা সুফিয়া আক্তারের ৫৩ শতক জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা বলে দালাল নজরুল আমার কাছ থেকে নগদ ৪০ লাখ টাকা এবং চেকের মাধ্যমে ১৫ লাখ টাকা নেয়। গত প্রায় এক বছর যাবত সে আমাকে জমি রেজিস্ট্রি করে দেই দিচ্ছি বলে সময় পার করছে। এসব নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বিচার শালিশ হলেও কোন সমাধান হয়নি। খাজনা খারিজ এবং কাগজপত্র সঠিক থাকায় আমি দালাল নজরুলের মাধ্যমে ওই জমি কিনতে চেয়েছিলাম। এখন আমি অসহায়, কি করবো বুঝতেছি না।

অভিযুক্ত নজরুল ইসলাম জানান, স্থানীয় আমীর হোসেনের কাছ থেকে সে ২০২১ সালে আমি জমিটি ক্রয় করি। জমির খাজনা অনলাইনে কমপ্লিট আছে এবং আমি জমি দখলে আছি। স্থানীয় লোকজন যা বলছে তা সত্যি নয়। অনেকেই অনেক কথা বলে এগুলো মিথ্যা। আমি জমির প্রকৃত মালিক। আমীর হোসেন জমি কিনেন ১৯৬৯ সালে আর সুফিয়ার স্বামী লোকমান হোসেন জমি কিনেন ১৯৭২ সালে। যে ব্যাক্তি আগে জমি কিনেছে তারটাই টিকবে।

এনজে

শেয়ার