নাটোরের লালপুরে আনিসুর রহমান বাচ্চু নামে এক প্রভাবশালী যুবলীগ নেতার স্কুলের পাশে গড়ে তোলা অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসে স্মারকলিপি দিয়েছে গ্রামবাসী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের কাছে স্বারকলিপি ও লিখিত অভিযোগ দেন তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, দুয়ারিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাচ্চু উপজেলার ধানাইদহপাড়া গ্রামে জনবসতি ও স্কুলের পাশে বিগত কয়েক বছর যাবৎ প্রভাব খাটিয়ে বিএসবি নামে একটি অবৈধ ইট ভাটা আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক পরিচালনা করে আসছে। এতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মান ক্ষুন্ন হচ্ছে। ভাটায় জ্বালানী হিসেবে গাছ পোড়ানোয় উজার হচ্ছে গাছপালা। ফসলি জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, মাটি কাটার ফলে কমছে ফসলি জমি। অধিক ভারবহনকারী গাড়ী চলাচলের কারণে নষ্ট হচ্ছে গ্রামের গ্রামীণ রাস্তা। ফলে দুর্ভোগে পড়েছে গ্রামবাসী।
স্থানীয় বাসিন্দা আহম্মউল্লাহ আনসারী ও মতিয়ার বলেন, গত রাতে সেনাবাহিনী গিয়ে ভাটা বন্ধের নির্দেশ দিলেও ভাটা মালিক ভাটা বন্ধ করে নি। সেনাবাহিনী চলে যাওয়ার পর তারা পুনরায় প্রভাবখাটিয়ে ভাটা চালু করেছে। পরিবেশ দূষণকারী এসব ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে বিএসবি ভাটার স্বত্বাধিকারী আনিসুর রহমান বাচ্চুর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায় নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সেনাবাহিনী গিয়ে ওই ভাটা বন্ধের নির্দেশ দিয়েছে। আবার ভাটা চালু করলে ভাটার মালামাল জব্দ করে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম জি