Top
সর্বশেষ

লালপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যালি অনুষ্ঠিত

০১ জানুয়ারি, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
লালপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যালি অনুষ্ঠিত
লালপুর (নাটোর) প্রতিনিধি :

শিক্ষা ঐক্য প্রগতি এই স্লোগান নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পতাকা উত্তোলন করেন লালপুর উপজেলা ছাত্রদলের এক অংশ।

বুধবার (১ জানুয়ারি) সকালে পতাকা উত্তোলন ও দুপুরে লালপুর উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলার ত্রি মোহনী চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে র‍্যালি শেষে কেক কাটা হয়।

এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাকিব আহমেদ, ঢাকা সককারী তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়কহাসানুজ্জামান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রদলের সহ সভাপতি এনামুল হক বিদ্যুৎ , মেহেদী হাসান আরিফ ও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম প্রমুখ।

সেখানে ছাত্রদলের নেতারা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর হাতকে শক্তিশালী করতে চেয়েছেন।

এম জি

শেয়ার