Top
সর্বশেষ
তরুণ প্রজন্মের ত্যাগকে বৃথা হতে দেওয়া যাবে না: উপদেষ্টা সাখাওয়াত ৫২-৫৩ বছরেও ভালোবাসাময় দেশ গড়তে না পারা ব্যর্থতা: মির্জা ফখরুল বাংলাদেশ নিয়ে কাউকে ষড়যন্ত্র করতে দেয়া হবে না: জামায়াত আমীর ইসরায়েলের বিমান হামলায় ফের গাজায় নিহত ৭১ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত নাইমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত ২ ২০২৪ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ৫৬৩৪ কোটি টাকা সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ পড়েন: জনপ্রশাসন মন্ত্রণালয়

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩

৩১ ডিসেম্বর, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় পৃথক দুটি আলাদা সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে জেলা শহর থেকে ৮ মাইল দূরবর্তী সাহেব নগর নাক এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারি চালিত পাখিভ্যান চালক ও একজন যাত্রী নিহত হয় এবং রাতে শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাজারে বাস চাপায় আরেকজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়িয়া সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের তোফাজ্জেল গাইনের ছেলে বিটু গাইন (৪৫) ও মৃত হারেস পরামানিকের ছেলে খোরশেদ ওরফে বুড়ো (৮০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ভেড়ামারার দিকে যাচ্ছিল। ঠিক এ সময় কাভার্ড ভ্যানটি মহাসড়কের সাহেবনগর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল কে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে উল্টো পথে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দিলে ভ্যানের চালকসহ ভ্যানের যাত্রী নিহত হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে সরজমিনে পরিদর্শন করে দেখা যায়, সড়কের দীর্ঘ দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে রাস্তায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও মিরপুর থানা পুলিশের সদস্যরা স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনার শিকার হওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, বহলবাড়ি এলাকায় কুষ্টিয়া রাজশাহী মহাসড়কে ট্রাকের চাপাই দুজন ভ্যান যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

এদিকে রাতে শহরতলীর মঙ্গল বাড়ীয়া বাজারে একটু বাসের চাকায় পিষ্ট হয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিএইচ

শেয়ার