Top

সমাজসেবা ছাড়া কল্যাণরাষ্ট্র সম্ভব নয়: কুষ্টিয়ার জেলা প্রশাসক

০২ জানুয়ারি, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
সমাজসেবা ছাড়া কল্যাণরাষ্ট্র সম্ভব নয়: কুষ্টিয়ার জেলা প্রশাসক
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেছেন, সমাজসেবার প্রকৃত অর্থ মানুষকে মানুষের মর্যাদা দেওয়া। তাদের হৃদয় জয় করা। প্রত্যেক ধর্মেই মানবসেবার কথা বলা হয়েছে। সমাজসেবা ছাড়া কল্যাণরাষ্ট্র সম্ভব নয়।

বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। এ সময় কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। সরকারের পাশাপাশি বিত্তবানদের সমাজসেবায় আরও বেশি এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো: আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সিভিল সার্জন ডা: আকুল উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুরাদ হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীসহ অনেকেই।

এর আগে ‘নেই পাশে যার, সমাজসেবা আছে তার’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

পরে বেলুন উড়িয়ে এ দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। পরে মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ করা হয়।

এম জি

শেয়ার