চাঁদপুর শহরে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৫৯ নেতাকর্মী।
বুধবার (১ জানুয়ারি) চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলমের আদালতে আসামী পক্ষের আইনজীবীরা এ মামলা থেকে অব্যাহতি চাইলে আদালত মঞ্জুর করেন।
আদালত থেকে জানা যায়, চাঁদুর মডেল থানার জিআর ৮৪৪/২২ মামলায় এসআই রাশেদুজ্জামান বাদী হয়ে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম, যুবদল ও ছাত্রদলসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকতা নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে ৩১-৩-২৪ তারিখে আসামীদের রিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার বাদী আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশেই বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করেন।
নেতাকর্মীদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামেন সভাপতি অ্যাডভোকেট শরিফ মাহমুদ ফেরদৌস শাহীন, পিপি কুহিনুর রশিদ, সরকারি আইন কর্মকর্তাসহ সিনিয়র আইনজীবীরা।
এম জি