Top

বাগেরহাটে মধ্যরাতে ছাত্রদলের কম্বল বিতরণ

০৩ জানুয়ারি, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ
বাগেরহাটে মধ্যরাতে ছাত্রদলের কম্বল বিতরণ
বাগেরহাট প্রতিনিধি :

প্রচণ্ড শীতে কাঁপছে বাগেরহাট। শৈত্যপ্রবাহের এই দুঃসহ রাতগুলোতে শীতার্ত অসহায় মানুষের মাঝে উষ্ণতার পরশ নিয়ে এগিয়ে এসেছে বাগেরহাট জেলা ছাত্রদল। শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল অসহায় মানুষ ও নাইট গার্ডদের মাঝে কম্বল বিতরণ করেছে সংগঠনের নেতা-কর্মীরা।

কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। তিনি বলেন, “ছাত্রদলের এই মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের দুঃখ কিছুটা লাঘব করবে। মামুন ও ইমরানের নেতৃত্বে ছাত্রদল অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় কাজ করছে।”

বাগেরহাট জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন জানান, ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন আল ইমরান, শামিম মুন্সি,জসিম মিনা,আল-আমিন শেখ,রোহিত হালদার,মহিবুল্লাহ, তাসকিন রবি প্রমূখ।

এনজে

শেয়ার