Top

আগৈলঝাড়ায় বিষ দিয়ে ভাইকে হত্যা চেষ্টার অভিযোগ

০৫ জানুয়ারি, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ণ
আগৈলঝাড়ায় বিষ দিয়ে ভাইকে হত্যা চেষ্টার অভিযোগ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের আগৈলঝাড়ায় বিষ দিয়ে ভাইকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। এ ধরনের ঘটনা ঘটেছে উপজেলার বাকাল ইউনিয়নের জলিরপাড় গ্রামের বিশ্বাস বাড়িতে।

অভিযুক্ত ভাই সুব্রত বিশ্বাস বলেন, আমার উপর করা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি সবসময় কোদালধোয়া বাজারের দোকানে থাকি।

মৃত ললিত বিশ্বাসের ছেলে নিখিল বিশ্বাস অভিযোগ করেন, আমি ২০০৮ সালে প্রবাসে যাওয়ার পরে আমার দুই ভাই সুশীল বিশ্বাস ও সুব্রত বিশ্বাসকে সিসিলিয়া দেশে নেই। তাদের সুখের জন্য জমিসহ ঘরবাড়ি করে দেই। তার পরে আমি বিদেশ থেকে ৫ বছর পূর্বে দেশের আসার পরে আমার উপর ভাইদের নিযার্তনসহ হত্যার হুমকি চলে আসে। শুক্রবার আমি তালা ছাড়া ঘর বন্ধ রেখে রেখে স্ত্রী ময়না বৈজ্ঞবকে নিয়ে কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড় বাজারে যাই। এই ফাকে আমাকে হত্যার জন্য পানি খাওয়া জগে বিষ মিশিয়ে রাখে আমার পরিবারের ছোট ভাই সুব্রত বিশ্বাস। বাজার থেকে এসে না দেখে ওই জগের পানি পান করলে গুরুতর অসুস্থ হয়ে পরি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপূর্বেও আমার স্ত্রী ময়না বৈজ্ঞবকে হত্যার জন্য পানিতে বিষ মিশিয়ে রাখা হয়েছিল। একাধিকবার আমার উপর দুই ভাই মিলে হত্যার জন্য শারীরিক নিযার্তন করেছিল।

এঘটনায় ইউপি সদস্য পরিমল হালদার বলেন, ওদের মায়ের জন্য ভাইদের মধ্যে বিরোধ চলে আসছে। আমি জগে বিষ দেওয়ার কথা শুনেছি।

এ ব্যাপারে অভিযুক্ত ভাই সুব্রত বিশ্বাস বলেন, আমার উপর করা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি সবসময় কোদালধোয়া বাজারের দোকানে থাকি।

এ ব্যাপারে ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, এ ধরনের ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এনজে

শেয়ার