বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালির কর্মসূচি পালন করেছে বরিশাল জেলার আগৈলঝাড়া থানা ছাত্রদল।
বুধবার (১ জানুয়ারি) আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে বিশাল র্যালিটি উপজেলা প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল, রাজিহার ইউনিয়ন ছাত্রদল, বাকাল ইউনিয়ন ছাত্রদল, গৈলা ইউনিয়ন ছাত্রদল, রত্নপুর ইউনিয়ন ছাত্রদল, বাগধা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। আগৈলঝাড়া উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, অনন্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমরা ছাত্রদল সবসময় ঐক্যবদ্ধভাবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাব। জনাব তারেক রহমানের দেশ গঠনের ৩১দফা সবার কাছে পৌছি দেবো এবং আগৈলঝাড়া উপজেলাকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাব।
তিনি আরও বলেন, আগৈলঝাড়া উপজেলা হবে মাদকমুক্ত। নেতাকর্মীদের লক্ষ্য রাখতে হবে কেউ যেনো দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করতে না পারে। যারা চাঁদাবাজি করবে তাদের আইনের হাতে তুলে দিবেন।
দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবু মোল্লা ও মানিক মোল্লা ও শাহ বক্তিয়ার। এছাড়া উপস্থিত অনেকই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এম জি