বরিশালের আগৈলঝাড়ায় দুই মহল্লার লোকজনের মধ্যে সংর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৯ ব্যক্তি আহত হয়েছেন। এ সময় বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
গত সোমবার রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নের পূর্ব বারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা-ভাঙচুর হয়।
আহত ব্যক্তিরা হলেন-শাহে আলম শাহ, মুইন শাহ, লিয়ন শাহ, রাব্বি শাহ (বড়), রাবেয়া বেগম, সজীব শাহ, ইয়াদুল শাহ, মাশরিফ শাহ, তামিম শাহ, রিফাত শাহ, পিয়াল শাহ, নাইম শাহ, রাব্বি শাহ (ছোট), হাছিব শাহ, আমিন শাহ, শাওন শাহ, সালমা বেগম, সোনিয়া বেগম ও সাগরি বেগম। তাঁদের মধ্যে গুরুতর আহত শাহে আলমসহ তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এনজে