Top
সর্বশেষ

স্বামীর মৃত্যুর সংবাদ শুনে মারা গেলেন স্ত্রী

২৪ ডিসেম্বর, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ
স্বামীর মৃত্যুর সংবাদ শুনে মারা গেলেন স্ত্রী

বরিশালের আগৈলঝড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগৈলঝাড়া উপজেলা সদর বাজারের কাপড় ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদার (৭৪) দীর্ঘদিন অসুস্থ থেকে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদে স্ত্রী আনোয়ারা বেগম (৬৭) চিৎকার করতে করতে অসুস্থ হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রায়হান আলম তাকে মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ারা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। সামচুল হক সরদার ও আনোয়ারা বেগম দম্পত্তির তিন ছেলে ও এক মেয়ে।

বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদারকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে সোমবার আছরবাদ স্বামী-স্ত্রী দুজনকেই পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

এম জি

শেয়ার