পয়সারহাটের বাসস্টান্ড অবৈধভাবে দখল করতে গ্লোবাল কাউন্টারে হামলা করেছে আলমগীর, জাহাঙ্গীর ও মাইনুল নামের কয়েক মাদক কারবারি। হামলাকারীদের প্রত্যেকের বাড়ি উপজেলার বাগধা গ্রামে। এ সময় তারা গ্লোবাল কাউন্টার ভেঙে তাণ্ডব চালায়।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩টায় বরিশাল জেলার আগৈলঝাড়া থানার পূর্ব পয়সা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় হামলার শিকার কাউন্টার মাষ্টার মিজান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। হামলা থেকে মিজানকে বাঁচাতে এসে স্বপন বক্তিয়ার নামের এক ব্যক্তিও আহত হন।
কাউন্টার মাষ্টার মিজান জানান, আমি বিকাল ৩টায় গাড়ি ছাড়ার জন্য কাউন্টারে আসি। এ অবস্থায় কিছু বুঝে ওঠার আগেই বাদশা বক্তিয়ারের ছেলে জাহাঙ্গীর বক্তিয়ার মিজানের উপর অতর্কিত হামলা করে কাউন্টারের মোবাইল ফোন নিয়ে যায়।
তার পড়ে জাহাঙ্গীরের ভাই আলমগীর বক্তিয়ার মাদক ব্যাবসায়ীদের নিয়ে এসে উপস্থিত সবাইকে আহত করে।
স্বপন বক্তিয়ার জানান, সে কাউন্টার মাষ্টার মিজানের উপর হামলা ঠেকাতে গেলে তাকে মারধর করে আহত করে হামলাকরীরা।
উল্লেখ্য, হামলাকারী আলমগীর এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত এবং একাধিক বার জেলে গিয়েছেন। এলাকায় মাদক প্রচার করার জন্য কাউন্টার দখল করে নিতে এই হামলা করেন।
এম জি