Top
সর্বশেষ

কক্সবাজার প্রেসক্লাবের কমিটি ‎মানে না সাংবাদিকরা

২৩ ডিসেম্বর, ২০২৪ ৯:৪৫ অপরাহ্ণ
কক্সবাজার প্রেসক্লাবের কমিটি ‎মানে না সাংবাদিকরা

‎কক্সবাজার প্রেসক্লাবের কথিত কমিটি স্ব-ঘোষিত এবং অবৈধ। এই কমিটির আইনগত কোন ভিত্তি নেই। এক যুক্ত বিবৃতিতে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও স্থায়ী সদস্য মুহম্মদ নূরুল ইসলাম, স্থায়ী সদস্য অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহ, এবং বৈষম্যের শিকার সাংবাদিক যথাক্রমে দৈনিক সাগর দেশ সম্পাদক মোস্তফা সর‌ওয়ার, দৈনিক হিমছড়ির বার্তা প্রধান হুমায়ূন কবির সিকদার, বাংলাদেশ বেতারের সংবাদ অনুবাদক আজাদ মনসুর, দৈনিক আমাদের কক্সবাজারের বার্তা সম্পাদক সারওয়ার সাঈদ, দৈনিক সময়ের কাগজের কক্সবাজার প্রতিনিধি ইসলাম মাহমুদ, আনন্দ বাজার পত্রিকার কক্সবাজার প্রতিনিধি আবদুর রহমান, দৈনিক এই বাংলার কক্সবাজার প্রতিনিধি মােহাম্মদ উর রহমান মাসুদ,দৈনিক গণসংযোগের নির্বাহী সম্পাদক জাহেদ হোসেন, প্রতিদিনের সংবাদের কক্সবাজার প্রতিনিধি শামশুল আলম শ্রাবণ, এশিয়া টিভির কক্সবাজার প্রতিনিধি এস কে সেলিম, দৈনিক বাংলাদেশ বুলেটিনের কক্সবাজার প্রতিনিধি রাশেদুল ইসলাম, দৈনিক আমার সংবাদের কক্সবাজার প্রতিনিধি

আবদুল হালিম বলেন -১৬ বছর ধরে প্রেসক্লাবের সদস্য পদ পেতে বৈষম্যের শিকার সাংবাদিকদের পূর্ণাঙ্গ সদস্য করার যৌক্তিক দাবি না মেনে এবং প্রয়োজনীয় সংস্কার না করে তড়িঘড়ি করে কমিটি ঘোষণা করার আইনত ও ন্যায়ত কোন অধিকার নেই। তারা জুলাই -আগস্ট অভ্যূত্থানের চেতনা ধারণ করতে সম্পূর্ন ব্যর্থ হয়েছে।

সাংবাদিকগণ আরো বলেন,২২ ডিসেম্বর কক্সবাজার প্রেসক্লাবের অবৈধ কমিটি কর্তৃক গঠিত অবৈধ নির্বাচন কমিশনার ইতিহাসে নির্লজ্জ রেকর্ড সৃষ্টি করেছে। অবৈধ নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের তফশীলে ২৫শে ডিসেম্বর, ২০২৪ ফলাফল ঘোষণার নির্ধারিত তারিখ থাকলেও ২২শে ডিসেম্বর, ২০২৪ শপথ প্রদানের মাধ্যমে নতুন রেকর্ড স্থাপন করেছে।

পলাতক স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের সহযোগী, সুবিধাভোগী স্ব-ঘোষিত কথিত সভাপতি মাহবুবর রহমান, ও কথিত সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীর নেতৃত্বে কক্সবাজার প্রেসক্লাবকে একটি ভাড়ের কেন্দ্রে পরিণত করেছে। ফ্যাসিস্টের এসব সহযোগীরা ২৪ ঘন্টার নোটিশে ১৫ই ডিসেম্বর, ২০২৪ অবৈধভাবে বিশেষ সাধারণ সভা আয়োজন করে নির্বাচন কমিশন গঠন করে।

নির্বাচন কমিশনের প্রধান ছিলেন একটি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক  আওয়ামী লীগ নেতা আনায়ারুল হক। উক্ত আনোয়ারুল হকের নেতৃত্বে নির্বাচনী তফশীল অনুযায়ী ২৫শে ডিসেম্বর, ২০২৪ ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা।

শেয়ার