মোংলায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী উদ্ভাবনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় সিরিয়া বেগম মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ মাঠে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বিদ্যালয়ের প্রান্তিক শিশুদের উদ্ভাবনী মনোভাব সৃষ্টির লক্ষে এবং স্বাধীনভাবে তারা তাদের মেধা ভিত্তিক জ্ঞানকে কাজে লাগাতে পারে এ জন্যে স্বপ্নযাত্রা এস্টিম ফেস্ট নামের সংস্থা এমন উদ্ভাবনী ও সৃজনশীল আয়োজন করে।
শিশুরা তাদের উদ্ভাবিত বিভিন্ন রোবটিক্স কার্যক্রম, পরিবেশ সুরক্ষায় করণীয়, কৃষি, নিরাপদ পানি ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা প্রদর্শন করে। এসময় উপস্থিত কর্মকর্তাবৃন্দ শিশুদের সৃজনশীল উদভাবনীর প্রশংসা করেন।
শিশুরা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কলা ও গণিত বিষয়ে যাতে প্রাথমিক ধারনা পায় সে জন্যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর স্বপ্নযাত্রা’র এ আয়োজনে স্বপ্ন যাত্রা প্রকল্পের সমন্বয়কারী সৈয়দ মাহাবুবুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিয়য়ক কর্মকর্তা ইশরৎ জাহান, মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মো: নূর আলম শেখ, রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক সুমেল সারাফাত, টেকনিকাল কর্মকর্তা রাফি আহম্মেদ, ফিল্ড অর্গানাইজার মো: মোতালেব শেখ প্রমুখ।
বক্তারা বলেন, প্রত্যন্ত গ্রামের কোমলমতি শিশুদের সুযোগ দিলে তারা অনেক কিছু করে দেখাতে পারে। আজ এতোকিছু উপস্থাপন করে দেখিয়ে দিয়েছে তারাও পারে। তাদের মধ্যে ঘুমিয়ে থাকা স্বপ্নকে জাগিয়ে দিতে পারলে, তারা দেশের এক এক জন সেরা বিজ্ঞানী হতে পারে।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের আয়োজনে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন সামগ্রী দিয়ে ৬টি স্টল উপস্থাপন করে।
পরে সুবিধা বঞ্চিত শিশুদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অংশ গ্রহনকারীতের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিএইচ