Top
সর্বশেষ

নির্বাচন হলে বিএনপিই জয়লাভ করবে: আব্দুস সালাম

২৩ ডিসেম্বর, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ
নির্বাচন হলে বিএনপিই জয়লাভ করবে: আব্দুস সালাম
সিরাজগঞ্জ প্রতিনিধি :

যখনই নির্বাচন হোক না কেন বিএনপিই বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অনেকেই মনে করেন, ভোট দিলেই তো বিএনপি ক্ষমতায় আসবে। ভোট যত পিছানো যায় চেষ্টা করি। তিন মাস, ছয় মাস, নয় মাস ও এক বছর নির্বাচন পিছিয়ে কোনো লাভ নেই। আগামীতে যখনই নির্বাচন হবে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ।

আব্দুস সালাম আরও বলেন, ভোট পিছিয়ে বা কোনো ষড়যন্ত্র করে লাভ নেই।

বিএনপির এ নেতা বলেন, এ দেশে আওয়ামী লীগের পুনর্বাসন আর হবে না। বাইরের কিছু দেশ চায় বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে। এ দেশের মানুষ ভালো থাক সেটি তারা চায় না।

আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে নাই। তারা দেশকে নরকে পরিণত করেছিল। এ দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ।

জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম ও ওবায়দুর রহমান চন্দন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস। জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণদাস,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান। হাসানসাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

বিএইচ

শেয়ার