সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৮টি কোম্পানির ৭২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৫২ লাখ ১৫ হাজার ৯৭২টি শেয়ার ৪৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭২ কোটি ৩৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৮১ লাখ টাকার বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে জিবিবি পাওয়ারের।
এছাড়া আমান কটনের ৮ লাখ ২৫ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৪৪ লাখ ২০ হাাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৭ লাখ ৪৫ হাজার টাকার, বেক্সিমকোর ২৯ লাখ ১০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৫৮ লাখ ৬২ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২৯ লাখ ২৭ হাজার টাকার, ডিবিএইচের ১৫ লাখ ৮২ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৯৫ লাখ ৮০ হাজার টাকার, জেনেক্সের ৫৫ লাখ ৫৮ হাজার টাকার, গোল্ডেন হাভেস্ট এগ্রোর ৫ লাখ ৬ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৩৯ লাখ ৭৩ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ টাকার, প্যারাামাউন্ট ইন্স্যুরেন্সের র৪৭ লাখ ৫২ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪ কোটি ২২ লাখ ১৯ হাজার টাকার এবং স্কয়ার ফার্মাার ৯৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।