আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যুব সমাজ এবং প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের আয়োজনে সালুয়া সী সাইডে জুমেরিদা হলে সুধী সমাবেশ অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা, দেশে বিনিয়োগে ব্যবসায়িক লাইসেন্সের জন্য ওয়ান স্টপ সার্বিস ব্যবস্থা, প্রবাসী মন্ত্রণালয়ে প্রবাসীদের অগ্রাধিকারসহ সবার জন্য সমান আইন প্রতিষ্ঠা করা হবে।
সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে প্রকৌশলী রুহুল আমিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির, জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ড. খলিলুর রহমান মাদানী, কুয়েত মানবাধিকার কমিশনের কর্মকর্তা, কুয়েত সংসদের সাবেক পার্লামেন্ট মেম্বার আদেল দামকী, ইসলাম প্রেজেন্টেশন কমিটি আইপিসি কর্মকর্তা আম্মায় আল কান্ডারী।
এছাড়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মোকাই আলী, সাধারণ সম্পাদক মো. এমাদ, কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, সাধারণ সম্পাদক আবুল হাসেম এনাম, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) কুয়েত চ্যাপ্টারের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল কুদ্দুস মল্লিক, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশসহ কুয়েত প্রবাসী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএইচ