Top
সর্বশেষ

শহীদ পরিবার ও আহত কল্যাণসহ আরও ৫ সেল গঠন করল নাগরিক কমিটি

১২ জানুয়ারি, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ
শহীদ পরিবার ও আহত কল্যাণসহ আরও ৫ সেল গঠন করল নাগরিক কমিটি
নিজস্ব প্রতিবেদক :

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শহীদ পরিবার ও আহত কল্যাণ, দপ্তরসহ আরও পাঁচটি সেল গঠন করে কমিটি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

রোববার (১২ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নিম্নোক্ত সেলগুলো গঠন করা হলো- শহীদ পরিবার ও আহত কল্যাণ, দপ্তর সেল, প্রচার ও প্রকাশনা সেল, আইসিটি সেল এবং তথ্য ও জনসংযোগ সেল।

এগুলোর মধ্যে শহীদ পরিবার ও আহত কল্যাণ সেলের সেল সম্পাদক করা হয়েছে ডা. মাহমুদা আলম মিতুকে। এছাড়া সেলের সদস্যরা হলেন- তামিম আহমেদ, শেখ তাসনিম আফরোজ ইমি, মো. রাকিব হোসেন এবং কাজী আশরাফুর রহমান।

দপ্তর সেলের সম্পাদক হলেন মনিরা শারমিন। সদস্যরা হলেন- হাসান আলী খান ও আবু সাঈদকে।

প্রচার ও প্রকাশনা সেলের সেল সম্পাদক হলেন মো. আরিফুর রহমান। সেলের সদস্যরা হলেন- খান মুহাম্মদ মুরসালিন, মীর আরশাদুল হক ও আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ।

আইসিটি সেলের সেল সম্পাদক হলেন মো. ফারহাদ আলম ভুঁইয়া। সদস্যরা হলেন- মো. আজহার উদ্দিন অনিক, সাবহানাজ রশীদ দিয়া, রাফিদ ভুঁইয়া এবং তারিক আদনান মুন। এছাড়াও তথ্য ও জনসংযোগ সেলের সেল সম্পাদক করা হয়েছে মামুনুর রশীদকে। সদস্য করা হয়েছে মশিউর রহমান, তামিম আহমেদকে।

বিএইচ

শেয়ার