Top
সর্বশেষ

এসবির প্রধান হলেন গোলাম রসুল

১৪ জানুয়ারি, ২০২৫ ৭:৪৩ পূর্বাহ্ণ
এসবির প্রধান হলেন গোলাম রসুল

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছেন মো. গোলাম রসুলকে। পাশাপাশি তাকে ডিআইজি থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে মো. গোলাম রসুলকে এ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। গত ১৮ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি গোলাম রসুলকে এসবিতে পদায়ন করা হয়। এর আগে ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি সিটি স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. গোলাম রসুল বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের (১৯৯১) কর্মকর্তা। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। এসবিতে যোগদানের আগে ১১ বছর তিনি পুলিশ স্টাফ কলেজে কর্মরত ছিলেন। বাংলাদেশ পুলিশের বিভিন্ন একাডেমিক কার্যক্রমের উন্নয়নে তিনি সম্পৃক্ত ছিলেন।

শেয়ার