Top

ময়মনসিংহে সিআইপি শামীমসহ মৃত ব্যক্তিও মামলার আসামি

১৪ জানুয়ারি, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
ময়মনসিংহে সিআইপি শামীমসহ মৃত ব্যক্তিও মামলার আসামি
জেলা প্রতিনিধি :

ময়মনসিংহে সিআইপি মোঃ আমিনুল হক শামীমসহ মৃত ব্যক্তিকেও বিভিন্ন মিথ্যা মামলার আসামি করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দাখিল করে আমিনুল হক শামীম দাবি করেন কাল্পনিক ঘটনা দেখিয়ে তাকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে এফআইআর করা হয়েছে।

তিনি দাবি করেন, তাকে ময়মনসিংহে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এ ব্যাপারে রেঞ্জ ডিআইজিকে একাধিক বার অবহিত করেও কোন ফল পাননি।

তিনি অভিযোগে আরও উল্লেখ করেন- পুলিশ বাদি হয়ে দায়ের করা মামলায় কবরের কংকালকেও আসামী করা হয়েছে।

মোঃ আমিনুল হক শামীম তার আবেদনে উল্লেখ করেছেন, গত ১৭ নভেম্বর ও ২৭ নভেম্বর ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিকে পত্র মারফত বিস্তারিত অবহিত করেন। ডিআইজি কোন ব্যবস্থা গ্রহণ না করে গত ১২ ডিসেম্বর পুলিশ বাদি ও স্বাক্ষী হয়ে আরেকটি সন্ত্রাস বিরোধ আইনে মিথ্যা মামলা করে। যাহার মামলা নং-৩৬ । যেখানে ক্রমিক নং-৬৮, মোঃ শহিদুল ইসলাম কায়সার বহুদিন আগেই মারা গেছেন।

সূত্র জানিয়েছে, মামলায় ঘটনাস্থলে যাদের নেতৃত্বে মিটিং দেখানো হয়েছে তাদের অনেকেই ৫ আগষ্টের পর দেশের বাইরে অবস্থান করছেন। বিগত জুলাই আগষ্টের বৈষম্যবিরোধী ও ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা হওয়ার পর সর্ব প্রথম আমিনুল হক শামীম তার ভেরিফাইড ফেসবুক পেইজে সাগর হত্যায় জড়িত কারা এবং তাদের শাস্তি দাবি করে পোস্ট করেন। তিনি তার সকল ব্যবসায়ীক কাগজপত্র যেখানে কোন রাজনৈতিক সুবিধা বা অবৈধ আয়ের উৎস রয়েছে কিনা তা যাচাই-বাছাই করার জন্য ডিআইজিসহ বিভিন্ন সংস্থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করে, পুলিশ ক্লিয়ারেন্স প্রদান ও বিদেশ গমনাগমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অনুরোধ জ্ঞাপন করেন। তাতেও কোন কাজ হয়নি।

আমিনুল হক শামীম আরও উল্লেখ করেন, সাগর হত্যা মামলায় তাকে সন্দেহভাজন আসামী হিসেবে উল্লেখ করে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য।

আমিনুল হক শামীম ব্যক্তিগতভাবে একজন সাধারণ ব্যবসায়ী। তিনি ৩ বার সিআইপি অর্জন করেন। এফবিসিসিআই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে ময়মনসিংহ চেম্বারের সভাপতি। বিগত ২০১৬-২০১৭ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। জামালপুরে পড়ালেখাকালীন আমিনুল হক ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

বিএইচ

শেয়ার