মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের প্রেমবাজার চরে কৃষি জমি ও নদীর পাড় কেটে মাটি নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। তবে মঙ্গলবার দুপুরে অভিযানের বিষয়ে টের পেয়ে শ্রমিকরা ভেকু নিয়ে পালিয়ে যায়।
পাঁচখোলা ইউনিয়ন ভূমি সহকারী মো. দুলাল মিয়া জানান, ‘নদীর পাড় কেটে মাটি নেওয়ার বিষয়ে বারবার নিষেধ করা হলেও সরকারি আইন অমান্য করে বেপারী ব্রিক্সের মালিক শাহীন বেপারীর নেতৃত্বে শ্রমিকরা ভেকু দিয়ে মাটি কাটছে। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে।’
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় শ্রমিকরা ভেকু নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধভাবে কৃষি জমি ও নদীর পাড় কেটে মাটি নেওয়া বন্ধ করতে আমরা ড্রেজার মেশিন ধ্বংস, চালক আটক এবং মালিক পক্ষকে জরিমানা করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এনজে