Top

ভারতে ৪ বাংলাদেশি নাগরিক গ্রেফতার

১৫ জানুয়ারি, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
ভারতে ৪ বাংলাদেশি নাগরিক গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পুলিশ সংস্থা জানিয়েছে, অবৈধভাবে প্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার (১৫ জানুয়ারি) লালবাগ আদালতে তোলা হয়।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ জেলার লালগোলার ভবানীপুর মোড়ে ওই চারজনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই বাংলাদেশি। তাদের কাছে বৈধ কোনও কাগজপত্র না থানায় পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের নাম খাইরুল, ময়েন আলি, আসাদুল শেখ ও এমদাদুল শেখ। প্রথম দুজন বাংলাদেশের রাজশাহি জেলার গোদাগারী থানার বাসিন্দা। বাকি দুজন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্তরা ভারতে বিভিন্ন কাজ করত। বাংলাদেশে ফেরার জন্য তারা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল। অবশ্য কীভাবে তারা ভারতে প্রবেশ করেছিল তা এখনও জানা যায়নি।

এনজে

শেয়ার