Top

করোনায় ব্রাজিলে মৃত্যু ৩ লাখ ছাড়িয়েছে

২৫ মার্চ, ২০২১ ৩:৩৭ অপরাহ্ণ
করোনায় ব্রাজিলে মৃত্যু ৩ লাখ ছাড়িয়েছে

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যু তিন লাখ ছাড়িয়েছে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের পর করোনায় বিশ্বে ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হলো। কোভিড-১৯ মহামারিতে বিশ্বজুড়ে মারা যাওয়া প্রতি চার জনের একজন ব্রাজিলের বাসিন্দা। এভাবে দেশটি করোনায় প্রাণহানির বৈশ্বিক কেন্দ্র হয়ে উঠেছে বলে জানিয়েছে রয়টার্স।

বুধবার (২৪ মার্চ) দেশটিতে ৮৯ হাজার ৯৯২ জন নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এবং দুই হাজার নয় জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগের দিন দেশটিতে তিন হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছিল।

সামঞ্জস্যহীন ভ্যাকসিন কর্মসূচি, করোনার নতুন ধরন ছড়িয়ে পড়া এবং দেশজুড়ে জনস্বাস্থ্যগত বিধিনিষেধের অভাবে ব্রাজিলে মহামারির প্রাদুর্ভাব সবচেয়ে মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।

এদিকে, লকডাউনের পদক্ষেপ আটকে দিয়ে, ভ্যাকসিন নিয়ে সন্দেহ প্রকাশ করে ও হাইড্রক্সিক্লোরোকুইনের মতো প্রমাণহীন ওষুধের ব্যবহারের জন্য চাপ দিয়ে বিশ্বজুড়ে কুখ্যাতি কুড়িয়েছেন দেশটির উগ্রডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারো। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত চারবার স্বাস্থ্যমন্ত্রী পরিবর্তন করেছেন তিনি।

এই পরিস্থিতিতে চতুর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে মার্সেলো কেইরোগা বুধবার জানিয়েছেন সরকার ভ্যাকসিন কর্মসূচি জোরদার করার লক্ষ্য নিয়েছে। এর অংশ হিসেবে দৈনিক ১০ লাখ মানুষকে ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এছাড়াও ভ্যাকসিন, মাস্ক এবং সামাজিক দূরত্ববিধি ভাইরাস সংক্রমেণের গতি ধীর করার প্রধান উপায় বলে মন্তব্য করেছেন কেইরোগা। কেউ লকডাউন চায় না এবং বিশেষ করে ব্রাজিলিয়দের পক্ষে এমন কিছু মেনে চলার সম্ভাবনা কম বলেও মন্তব্য করেছেন তিনি।

তার বক্তব্য থেকে প্রেসিডেন্ট বলসোনারো মহামারিকে আরও গুরুত্বের সঙ্গে নিচ্ছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে রাজনীতির মাঠে তার বামপন্থি প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার আর্বিভাবও তাকে পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রভাবিত করেছে বলে মনে করা হচ্ছে।

বুধবার করোনা মোকাবিলায় সদ্য চালু হওয়া একটি কমিটির সঙ্গে বৈঠক করেছেন বলসোনারো। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোর গভর্নরদের সঙ্গে আরও সমন্বয় করে মহামারি মোকাবিলার বিষয়ে পদক্ষেপ নেবে বলে বৈঠকে বলেছেন তিনি।

ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা এক কোটি ২২ লাখ ২৭ হাজার ১৭৯ জন এবং এ পর্যন্ত তিন লাখ এক হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে বলে ওয়াল্ডোমিটার্স ডট ইনফোর হালনাগাদ তথ্যে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
তার বক্তব্য থেকে প্রেসিডেন্ট বলসোনারো মহামারিকে আরও গুরুত্বের সঙ্গে নিচ্ছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে রাজনীতির মাঠে তার বামপন্থি প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার আর্বিভাবও তাকে পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রভাবিত করেছে বলে মনে করা হচ্ছে।

বুধবার করোনা মোকাবিলায় সদ্য চালু হওয়া একটি কমিটির সঙ্গে বৈঠক করেছেন বলসোনারো। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোর গভর্নরদের সঙ্গে আরও সমন্বয় করে মহামারি মোকাবিলার বিষয়ে পদক্ষেপ নেবে বলে বৈঠকে বলেছেন তিনি।

ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা এক কোটি ২২ লাখ ২৭ হাজার ১৭৯ জন এবং এ পর্যন্ত তিন লাখ এক হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে বলে ওয়াল্ডোমিটার্স ডট ইনফোর হালনাগাদ তথ্যে জানানো হয়েছে।

শেয়ার