নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর মা কুলসুম বেগম। মাকে হারিয়েছেন তিনি ২০১৪ সালে। কিন্তু মা সবসময়ই থাকেন সন্তানের হৃদয়ে, স্মৃতিচারণে। প্রায়ই দেখা যায় মোস্তফা সরয়ার ফারুকী তার মাকে নিয়ে স্মৃতিচারণ করেন।
গেল ২৬ মার্চ ছিল তার মায়ের মৃত্যুবার্ষিকী। এদিনে মায়ের স্মরণে ফারুকী একটি কবিতা লিখেছেন। কবিতাটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-
আম্মা
……
আজ থেকে কয় বছর আগে
এই দিনে আম্মা চলে গেছিলেন
স্মরণ করতে চেষ্টা করলাম
কয় বছর আগে গেলেন আম্মা
কিন্তু পারলাম না!
‘আম্মা চলে গেলেন’ বললেই
আরেকটা বাক্য পিছে পিছে এসে দাঁড়ায়
‘আম্মা ফিরে আসলেন’!
আম্মাকে দেখছি
সকাল বেলা বাসা থেকে চলে গেলেও
রাতের বেলা প্রতিদিনই ফিরে আসতেন!
কখনো আমরা চলে যেতাম খুলনা, চট্টগ্রাম, রাজশাহী
আবার ফিরে ফিরে আসতাম
চলে যাওয়ার পরই আমাদের দেখা হতো আবার!
কিন্তু এইবার আম্মা যেখানে গেলেন
সেখানে যাওয়ার পর আর দেখা হবে না?
আম্মা স্ট্রোক করার পর তন্দ্রার মধ্যে
নিশ্চয়ই আমার সাথে কথা বলছিলেন
কি বলছিলেন আম্মা
এটা আম্মাকে জিজ্ঞেস করার আর উপায় কি নাই?
যে আম্মা ছিলো রক্ত মাংসের
আদরের শাসনের
ধমকের রাগের
সেই আম্মা কর্পুরের মতো হাওয়ায় মিলিয়ে কিভাবে গেলেন?
আম্মা বলছিলেন “হাশরের ময়দানে দেখা হবে, বাবা!”
কিন্তু এতো বড় যে হাশরের ময়দান
কোটি কোটি আদম সন্তানের গুঞ্জনে
প্রকম্পিবে যে মাঠ
সেখানে আম্মা আমাকে কিভাবে খুঁজে পাবেন?
আমার আম্মা তো নাখালপাড়ার রাস্তাই ভালোমতো চিনতেন না
এই বিশাল হাশরে উনি কোথায় যাবেন কি করবেন?