ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে নৌ চ্যানেলের বিকনবাতি এবং মার্কিং পয়েন্টগুলো দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে এই নৌরুটে সাময়িকভাবে সব ফেরি চলাচল বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আলিম দাইয়ান বলেন, ‘ঘন কুয়াশার কারণে আজ বৃহস্পতিবার) ভোর ৫টা ৪৫ মিনিট পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া রুটে টানা পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।’ বর্তমান ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে বলে তিনি জানান।
এনজে