Top
সর্বশেষ
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা হজ এজেন্সি মালিকদের সাথে ইসলামী ব্যাংকের মতবিনিময় ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল ৩ ব্রোকারেজ হাউজ প্রধান উপদেষ্টার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ ‘র‍্যাব বিলুপ্তিসহ জাতিসংঘের সুপারিশগুলোর বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত’ বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের পুরোপুরি বিরোধী: ফখরুল আর্জেন্টিনা থেকে চট্টগ্রামে এলো ৫২ হাজার টন গম জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত লিবিয়ায় আটকে পড়া ১৪৫ বাংলাদেশি ফিরলেন দেশে আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে ১৪তম স্থানে ঢাকা

বাঙালির অতীত ইতিহাস ভুলে গেলে চলবে না: জামায়াত আমির

১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
বাঙালির অতীত ইতিহাস ভুলে গেলে চলবে না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাঙালির অতীত ইতিহাসকে ভুলে গেলে চলবে না। যারা অতীতকে মনে রাখে তারাই এগিয়ে যায়। এই বইমেলা আমাদের একুশের চেতনাকে ধারণ করতে শেখায়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বইমেলা পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায়ই চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে। এর মাধ্যমে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। এ সময় বইমেলার পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে বইমেলা হচ্ছে। শিশুরাও খুব আনন্দের সাথে বইমেলা উপভোগ করছে।

এর আগে, জামায়াতে ইসলামীর ‘আইসিএস পাবলিকেশনে যান তিনি। এছাড়া মেলার কয়েকটি স্টলও ঘুরে দেখেন তিনি।

এম জি

শেয়ার