Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

৫০ কোটি লিংকডইন ব্যবহারকারীর ডেটা বিক্রির পোস্ট

১০ এপ্রিল, ২০২১ ৪:১২ অপরাহ্ণ
৫০ কোটি লিংকডইন ব্যবহারকারীর ডেটা বিক্রির পোস্ট

বেহাত হয়েছে কিছু লিংকডইন ব্যবহারকারীর ডেটা, সেগুলো বিক্রির জন্য পোস্টও দেওয়া হয়েছে। এরকম ডেটার মধ্যে সবাই দেখার অনুমতি রয়েছে এমন সদস্য প্রোফাইলও রয়েছে। একটি সূত্র বলছে, বেহাত হওয়া ডেটার অ্যাকাউন্ট সংখ্যাটি ৫০ কোটি হতে পারে।

তদন্তের পর সম্প্রতি এ তথ্যাদি জানিয়েছে মাইক্রোসফট কর্পোরেশনের এ সাইটটি। তবে, প্রতিষ্ঠানটি দাবি করছে, অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে এক ব্লগ পোস্টে লিংকডইন উল্লেখ করেছে, যে তথ্য বিক্রির জন্য পোস্ট দেওয়া হয়েছে, সেগুলো বেশ কয়েকটি ওয়েবসাইট ও প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হয়েছে।

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ঠিক কতোজন ব্যবহারকারী আক্রান্ত হয়েছেন, তা-ও পরিষ্কার করেননি তারা।

খবরটি সম্পর্কে প্রথমে এপ্রিলের ছয় তারিখ জানায় সাইবারনিউজ। তাদের প্রতিবেদনে উঠে আসে ৫০ কোটি লিংকডইন প্রোফাইলের ডেটা বিক্রি হচ্ছে জনপ্রিয় এক হ্যাকার ফোরামে।

এ সপ্তাহের শুরুতে ফেইসবুক জানায়, “ক্ষতিকর ব্যক্তিরা” এক ফিচারের নিরাপত্তা ত্রুটি ব্যবহার করে ৫৩ কোটিরও বেশি ব্যবহারকারীর ডেটা নিয়েছিল। ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে্‌র আগে।

সম্প্রতি ফেইসবুক ব্যবহারকারীদের ওই ডেটা এক পাবলিক ডেটাবেইজে আপলোড করা হয়েছে। বুধবার ফেইসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, আক্রান্ত ব্যবহারকারীদেরকে এখনও অবহিত করেনি ফেইসবুক, আপাতত জানানোর কোনো পরিকল্পনাও নেই।

শেয়ার