পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স , উত্তরা ব্যাংক এবং লিন্ডে বিডি লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২০ সালের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
এই প্রতিষ্ঠান তিনটির মধ্যে বিমা খাতের কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে । ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ২৫ লভ্যাংশ ঘোষণা করেছে। । আর বহুজাতিক কোম্পানি লিন্ডে বিডি শেয়ারহোল্ডারদের ৪০০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে , ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল।
গত বছর অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত সময়ে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৩২ পয়সা।
এদিকে উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাড়ে ১২ শতাংশ নগদ এবং সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ মে।
বিদায়ী বছরে উত্তরা ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৮ পয়সা। এই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৭৯ পয়সা।
আর এ বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ লক্ষ্যে কোম্পানিটির এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ মে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল।
বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময় ইপিএস ছিল ৮০ টাকা ৯৩৮ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫৫ টাকা ৭৫ পয়সা।