জর্ডানে একটি সামরিক স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির জারকা শহরের উপকণ্ঠে অবস্থিত স্থাপনাটিতে গোলা-বারুদ রাখা হতো। শুক্রবার ভোরে সেখানে বিস্ফোরেণের ঘটনা ঘটে।
জর্ডানের গণমাধ্যম বিষয়ক মন্ত্রী আমজাদ আদাইলেহ জানিয়েছেন, শহরের পূর্বপ্রান্তে অবস্থিত স্থাপনাটিতে সামরিক বাহিনীর মর্টার বোমা মজুত ছিল।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার ভোরে স্থাপনাটির একটি ডিপোয় বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
স্থাপনাটি শহরের আবাসিক এলাকা থেকে বেশ দূরে অবস্থিত। তবে সেখানে বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে প্রায় ৩০ কিলোমিটার দূর থেকেও এর আওয়াজ শোনা গেছে।
বিস্ফোরণের পর থেকেই এলাকাটি ঘিরে রেখেছে জর্ডানের সেনাবাহিনী। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
বিস্ফোরণের কারণ জানতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। বিস্ফোরণ সম্পর্কিত যেকোনও ধরনের অসত্য খবর প্রচার থেকে বিরত থাকতে জনগণকে আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সূত্র: আরব নিউজ