সদ্য প্রয়াত অভিনেত্রী সারাহ বেগম কবরী গত ১৬ এপ্রিল দিবগত রাতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এদিকে সোমবার (১৯ এপ্রিল) করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার ছেলে শাকের চিশতী।
শাকের চিশতী গতকাল (১৮ এপ্রিল) রাত থেকেই জ্বরে ভুগছেন। খাবারের স্বাদ-গন্ধ পাচ্ছেন না। অক্সিজেন স্যাচুরেশনও কম। এ অবস্থায় দ্রুত চিকিৎসকের সঙ্গে তিনি কথা বলেন। তার পরামর্শে সরকারি হাসপাতালে যোগাযোগ করেন। কিন্তু করোনার পরীক্ষা শেষে সেখানে ভর্তি হতে না পেরে, অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
শাকের চিশতীর ফুসফুসের সিটি স্ক্যান করানো হয়েছে। এখনো রিপোর্ট পাননি। পেলে বিস্তারিত জানা যাবে বলে এই প্রতিবেদককে তিনি জানিয়েছেন।
মা সারাহ বেগম কবরী হাসপাতালে ভর্তির পর থেকেই সঙ্গে ছিলেন শাকের চিশতী। মায়ের মৃত্যুর দুদিন পর করোনার উপসর্গ দেখা দেয় তার।