সরকার ঘোষিত দেশব্যাপী কঠোর লকডাউন চলছে। এর মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। এই সময়ে সীমিত আকারে খোলা থাকবে ব্যাংকিং কার্যক্রম।
এরই আলোকে পুঁজিবাজারও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বাণিজ্য প্রতিদিনকে বলেন, আগের নিয়মেই পুঁজিবাজারের কার্যক্রম চলবে।
সরকার ঘোষিত লকডাউনে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এটি কার্যকর থাকবে।