মহামারিতে থেকে স্বাভাবিক জীবনের গল্প বলাটা অস্বস্তিকর। তাই তরুণ নির্মাতা সেতু আরিফ বেছে নিলেন সময়ের গল্প। দেখাতে চেয়েছেন, চলমান করোনাকাল কিংবা লকডাউনের একটি সিরিয়াস ঘটনা- তবে মজার ছলে।
নিজের চিত্রনাট্যে সেতু নির্মাণ করেছেন ঈদের নাটক ‘হানিমুন ইন লকডাউন’। অভিনয় করেছেন মিশু সাব্বির, রুকাইয়া জাহান চমক, জয়নাল জ্যাক, অনোয়ার প্রমুখ।
গল্পটি প্রসঙ্গে নির্মাতার আভাস এমন, খুলনা থেকে পালিয়ে ঢাকায় এসে বিয়ে করেন প্রেমিক-প্রেমিকা। কয়েক ঘণ্টার জন্য আশ্রয় নেয় একটি ব্যাচেলর বাসায়। পরিকল্পনা বিয়ে করেই হানিমুনে কক্সবাজার চলে যাওয়া। কিন্তু ঢাকায় নামার পর থেকেই এই ঘরছাড়া দুজন মানুষ পড়েন লকডাউনকেন্দ্রিক নানা বাধা ও বিপদে। এগিয়ে যায় প্রেমিক জুটির ভিন্ন এক যুদ্ধের গল্প।
সেতু আরিফ বলেন, ‘এই করোনাকালের মধ্যে মানুষের জীবনই থমকে আছে। সেখানে শুটিং করাটাই তো অনেক চ্যালেঞ্জিং ছিলো। তবুও চেষ্টা করেছি গল্পটা ঠিকঠাক তুলে পর্দায় তুলে আনার। গল্পটা এন্টারটেইনিং বটে, তবে সময়টাকেও স্পর্শ করার চেষ্টা ছিলো। এখন দেখার বিষয়, দর্শক নির্মাণটিকে গ্রহণ করে কেমন।’
‘হানিমুন ইন লকডাউন’ প্রচার হবে মাছরাঙা টিভির ঈদ-উল ফিতরের আয়োজনে।