Top

পুঁজিবাজারে ঈদের আগে শেষ লেনদেন বুধবার

১১ মে, ২০২১ ২:২১ অপরাহ্ণ
পুঁজিবাজারে ঈদের আগে শেষ লেনদেন বুধবার
পুঁজিবাজার ডেস্ক :

ঈদের ছুটির আগে বুধবার লেনদেন হবে দেশের দুই পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৬ মে থেকে ১৬ মে দৈনিক ব্যাংকিং সময়সূচী সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নির্ধারণ করার প্রেক্ষিতে পুঁজিবাজারে সকাল ১০টা  থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে।

উল্লিখিত সময়কালে লেনদেন চলাকালে প্রি-ওপেনিং সেশন ৯ টা ৪৫ মিনিট থেকে ১০ টা এবং পোস্ট ক্লোজিং সেশন দেড়টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত চালু থাকবে।

বুধবার লেনদেনের পর ঈদুল ফিতরের তিনদিনের ছুটিতে যাবে পুঁজিবাজার। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ মে (শুক্রবার) ঈদ হতে পারে।সেই হিসাবে বৃহস্পতি, শুক্র এবং শনিবার ঈদের ছুটি শেষে আবার রোববার থেকে লেনদেন হবে দেশের দুই পুঁজিবাজারে।

শেয়ারবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার