Top

ভারতে সংক্রমণ বাড়িয়েছে ধর্মীয়-রাজনৈতিক সমাবেশ: ডব্লিউএইচও

১৩ মে, ২০২১ ২:০৭ অপরাহ্ণ
ভারতে সংক্রমণ বাড়িয়েছে ধর্মীয়-রাজনৈতিক সমাবেশ: ডব্লিউএইচও

গত কয়েকমাস ধরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির পরোয়া না করে একের পর এক ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ হওয়ার কারণেই করোনা সংক্রমণ বেড়েছে ভারতে। বুধবার প্রকাশিত সাপ্তাহিক প্রতিবেদনে এই মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতে সার্স-কোভ-২ বা করোনাভাইরাসের যে ধরনটি শনাক্ত হয়েছে, সেই বি.১.৬১৭ দেশটিতে সাম্প্রতিক উচ্চ সংক্রমণ পরিস্থিতির জন্য দায়ী।’

‘তবে ভারতে বর্তমানে করোনায় যে মাত্রায় দৈনিক আক্রান্ত ও মৃত্যু হচ্ছে, তাতে এই পরিস্থিতির বি.১.৬১৭ ধরনটির উচ্চ সংক্রমণ ক্ষমতার পাশপাশি অন্যান্য কিছু বিষয়ও অনুঘটকের কাজ করেছে। এক্ষেত্রে যেটি সবার আগে এসেছে—ভারতের কয়েকটি রাজ্যে সম্প্রতি ধর্মীয় ও রাজনৈতিক উপলক্ষ্যকে কেন্দ্র করে বড় বড় কিছু সমাবেশ ঘটার ব্যাপারটি।’

‘ওই সমাবেশগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্য বিধি মেনে চলার কোনো প্রবণতা কারোর মধ্যেই দেখা যায়নি। যেখানে এমনিতেই প্রচলিত করোনাভাইরাস সার্স-কোভ-২ এর তুলনায় এর অভিযোজিত (মিউট্যান্ট) ধরন বি.১.৬১৭ এর সংক্রমণ ক্ষমতা অনেক বেশি, সেখানে এই সমাবেশগুলো ভাইরাসটি ছড়িয়ে পড়তে অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে বলে মনে করে ডব্লিউএইচও।’

এর আগে আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক পত্রিকা ল্যানসেটও ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতির কারণ হিসেবে রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশের মতো অতি সংক্রামক (সুপার স্প্রেডার) অনুষ্ঠানকে দায়ী করেছিল। সরাসরি নরেন্দ্র মোদী সরকারের সমালোচনাও করা হয়েছিল ল্যানসেটের সেই প্রতিবেদনে।

করোনাভাইরাসের ভারতীয় ধরন বি.১.৬১৭ প্রথম শনাক্ত হয়েছিল ২০২০ সালের অক্টোবরে। ভারত ছাড়াও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে ইতোমধ্যে এই ধরনটি শনাক্ত হয়েছে।

ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩০ জানুয়ারি, কেরলায়। তার পর বছরজুড়ে সংক্রমণ চলার পর গতবছর নভেম্বর থেকে কমে আসতে শুরু করেছিল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। ফেব্রুয়ারিতে প্রায় পুরো মাসেই ভারতে দৈনিক সংক্রমণ ১২ হাজারের বেশি ওঠেনি।

শেয়ার