প্রতি ঈদে টিভি চ্যানেলগুলো চেষ্টা করে বিনোদনের পসরা সাজিয়ে দর্শকদের ধরে রাখতে। সব চ্যানেলেরই ঈদের প্রস্তুতি শুরু হয়ে যায় একমাস আগে থেকেই। তারই ধারাবাহিকতায় ঈদের তৃতীয় দিনে ধাকছে একগুচ্ছ নাটক-টেলিছবি। সেগুলোর নাম ও প্রচার সময় তুলে ধরা হলো-
টোনাটুনির গল্প
দেশ টিভিতে রাত ৭টা ৪৫ মিনিটে নাটক ‘টোনাটুনির গল্প’। রচনা ও পরিচালনায় ইমরাউল রাফাত। অভিনয়ে শাওন, পারসা, মুকিত, সামান্তা।
যে ছিল আমার
নাগরিক টিভিতে রাত ৯টায় থাকবে ঈদের বিশেষ নাটক ‘যে ছিল আমার’। অভিনয়ে তৌসিফ-সাফা করিব।
তেরেকেটে সারেগামা
আরটিভিতে ১০ টায় থাকবে নাটক ‘তেরেকেটে সারেগামা’। জুয়েল এলিনের রচনায় ও রতন হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, মুকিত জাকারিয়া।
এন্টি হিরো
আরটিভিতে ১১টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘এন্টি হিরো’। নাজিম উদ দৌলার রচনায় ও সঞ্জয় সমদ্দারের পরিচালনায় অভিনয়ে আছেন তাহসান খান, তানজিন তিশা।
ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ
আরটিভিতে ৮টা ৩০ মিনিটে আছে নাটক ‘ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ’। রাকেশ বসুর পরিচালনায় এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, সাবিল নূর, ঋষি কৌশিক।
অপহরণ
চ্যানেল আইতে ০২টা ৩০ মিনিটে থাকবে টেলিফিল্ম ‘অপহরণ’। রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দর। অভিনয়ে তাহসান খান, তানজিন তিশা, তৌকীর আহমেদ।
চ্যানেল আইতে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রয়েছে কমেডি নাটক ‘বায়ুচড়া’। রচনায় বৃন্দাবন দাস ও পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, প্রাণ রায়, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।
রক্তের ঋণ
চ্যানেল আইতে রাত ৯টা৩৫ মিনিটে নাটক ‘রক্তের ঋণ’। অপূর্ব, মেহজাবিন অভিনীত নাটকটি রচনা করেছেন প্রত্যয় হাসান ও পরিচালনায় মাহমুদুর রহমান হিমি।
বিবাহ বিভ্রাট
বিটিভিতে রাত ১০টা ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে নাটক ‘বিবাহ বিভ্রাট’। রেজাউর রহমান ইজাজের রচনায় অভিনয় করেছেন ইমতু রাতিশ, নাদিয়া, মনিরা মিঠু, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, স্বপ্না বেগম, মাসুদুজ্জামান, হাফিজুর রহমান সুরুজ, রফিকুল্লাহ সেলিম, ডেভোরা কুইয়া, তারিকুজ্জামান তপন, কাজী আল আমিন, মনিকা।
মজিদের কোলবালিশ
বৈশাখী টিভিতে ০৮ টা ১০ মিনিটে নাটক ‘মজিদের কোলবালিশ’। রুহুল আমিন পথিকের রচনায় ও মুজিবুল হক খোকনের পরিচালনায় এতে অভিনয় করেছেন
মীর সাব্বির, নাবিলা ইসলাম, সাব্বির আহমেদ, স্নেহা।
শওকত সাহেবের গাড়ি কেনা
এটিএন বাংলায় ঈদের পরদিন সকাল ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘শওকত সাহেবের গাড়ি কেনা’। রচনা ও পরিচালনায় হুমায়ূন আহমেদ। অভিনয়ে জাহিদ হাসান, শাওন, চ্যালেঞ্জার, মাজনুন মিজান, কাজী আমিনুর, লেখা।
কম খরচে ভালবাসা
এটিএন বাংলায় রাত ৮টা ২০মিনিটে রয়েছে নাটক ‘কম খরচে ভালবাসা’। রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে তাহসান, সারিকা।
পাসওয়ার্ড ফেরত চাই
এটিএন বাংলায় রাত ১১টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘পাসওয়ার্ড ফেরত চাই’। রচনায় মো. সাইফুর রহমান কাজল, পরিচালনায় বি ইউ শুভ।