Top

সাত বিশ্ববিদ্যালয়ে নেই উপাচার্য, কার্যক্রম স্থবির

১৮ মে, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ
সাত বিশ্ববিদ্যালয়ে নেই উপাচার্য, কার্যক্রম স্থবির

ফরহাদ বিন নূর: যে কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্যই হচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। সব রকম সিদ্ধান্ত গ্রহণে তার ভূমিকাই মুখ্য। ভারপ্রাপ্তরা সাধারণত রুটিন দায়িত্বের বাইরে মৌলিক কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। ফলে বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা নেমে আসে। এ মুহূর্তে দেশের সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদ শূন্য আছে। এগুলোর মধ্যে কোনোটি সর্বোচ্চ ৪ মাস ধরে শূন্য। আবার কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের একটি পদেও কেউ নেই। কোথাও উপাচার্যের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভারপ্রাপ্ত হিসাবে পরবর্তী সিনিয়র ডিন বা অধ্যাপক দায়িত্ব পালন করছেন। এমনকি নতুন প্রতিষ্ঠিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এখনো নিয়োগ করা হয়নি কোনো উপাচার্য।

জানা যায়, চলতি মাসে একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ শূন্য হবে। আর ১৩ জুনের মধ্যে শূন্য হবে আরও তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ ব্যাপারে তাগিদ দিয়ে বলা হয়, ‘উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ-এই তিনটি পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বেশকিছু বিশ্ববিদ্যালয়ে এ ধরনের পদ শূন্য থাকায় প্রশাসনিকসহ বিভিন্ন কাজে জটিলতা সৃষ্টি হচ্ছে।’

দেশে বর্তমানে ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। যার মধ্যে ৩টির কার্যক্রম শুরু হয়নি এখনো। বাকি ৪৬ টির মধ্যে ৪টি বিশ্ববিদ্যালয় চলছে ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সিনেটে অনুমোদিত তিনজনের প্যানেল থেকে এই চার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাষ্ট্রপতি। সিনেটে প্যানেল করা না গেলে জরুরি পরিস্থিতিতে এসব বিশ্ববিদ্যালয়েও সরকার অস্থায়ী উপাচার্য নিয়োগ করে থাকে। এর বাইরে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার সরাসরি উপাচার্য নিয়োগ দেয়। প্রক্রিয়া অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয় তিনজনের একটি প্যানেল তৈরি করে। এরপর ওই প্যানেলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর সম্মতির জন্য পাঠানো হয়। সেই প্যানেল থেকে রাষ্ট্রপতি একজনকে নিয়োগ দেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে উপাচার্যসহ শীর্ষ তিনপদই শূন্য।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের মেয়াদ ১৯ মে শেষ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন মিয়া ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষের ১০ জুন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর ১৩ জুন মেয়াদ শেষ হবে।

উপাচার্য শূন্য বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে মন্তব্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মীজানুর রহমান বাণিজ্য প্রতিদিনকে বলেন, এই শূন্যপদগুলো দ্রুত পুরণ করা উচিৎ। একটি বিশ্ববিদ্যালয়ে উপচার্য পদ খালি থাকলে সেই বিশ্ববিদ্যালয় ক্ষতির সম্মুখিন হয়। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো কিছুই নেই। বর্তমানে উপাচার্যসহ শীর্ষ তিনপদের একটিতেও কেউ নেই। কেন এখনও এগুলো পুরণ করা হচ্ছে না আমি বুঝি না। এটা খুবই হতাশার বিষয়।

তিনি বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হবার আগে থেকেই তো মন্ত্রণালয় অবগত থাকে তবে আগে থেকে কেন নতুন উপচার্য নিয়োগের প্রস্তুতি নেয় না তারা? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার দায়িত্ব শেষ হওয়ার প্রায় আড়াই মাস আগে এ পদে নতুন উপাচার্য নিয়োগের জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। এতোদিন হয়ে গেল এখনও সেখানে উপাচার্য নিয়োগ দেয়া হয়নি। আমি মনে করি, বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মতো সার্বক্ষণিক পদে যথাসময়ে নিয়োগ দেওয়া দরকার। না হলে নানান জটিলতার সৃষ্টি হওয়ার শঙ্কা থাকে। করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ না থাকলে হয়তো বিষয়টি বোঝা যেত।

এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাণিজ্য প্রতিদিনকে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এ সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়ে দেয়া উচিৎ। এভাবে দীর্ঘদিন কোনো বিশ্ববিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদ খালি থাকলে সেটার খুব খারাপ প্রভাব পড়ে। শিক্ষাপ্রতিষ্ঠানের মঙ্গলের জন্য দ্র‍ুততম সময়ে উপাচার্য নিয়োগ দিতে হবে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও বুয়েটের কেমিক্যাল ইঞ্জিয়ারিং বিভাগের সাবেক প্রধান প্রফেসর ড. দিল আফরোজা বেগম বাণিজ্য প্রতিদিনকে জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ব্যাপারে ইউজিসির কোনো রুলস নেই। তিনি বলেন, এটা সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের হাতে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেয়ার ইখতিয়ার মন্ত্রণালয়ের।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, উপাচার্য নিয়োগ একটি দীর্ঘ প্রক্রিয়া। এ কারণে একটু বিলম্ব হচ্ছে। শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত আছে।

নিয়োগের ক্ষেত্রে সিনিয়রিটি নাকি অভিজ্ঞতা-দক্ষতাকে প্রাধান্য দেয়া উচিৎ? সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ইউজিসির বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রোভিসি ও কোষাধ্যক্ষের শূন্যপদ পূরণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০ শতাংশ সিনিয়র অধ্যাপককে নিয়ে গত বছর একটি পুল গঠন করা হয়েছে। তবে কেবল সিনিয়রিটির ভিত্তিতে উপাচার্যের দায়িত্ব দেওয়া ঠিক নয়। অভিজ্ঞতা, সংকট ব্যবস্থাপনায় দক্ষতা, একাডেমিক এক্সিলেন্স, বিশেষ করে সততার দিকটি দেখে উপাচার্য নিয়োগ করা জরুরি। না হলে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরির আশঙ্কা থাকে।

শেয়ার