Top

অনলাইনেই দেখা যাবে বিদ্যা বালানের ‘শেরণী’

২০ মে, ২০২১ ৩:৩৫ অপরাহ্ণ
অনলাইনেই দেখা যাবে বিদ্যা বালানের ‘শেরণী’

অবশেষে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে বিদ্যা বালানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শেরণী’। সিনেমাটিতে বিদ্যার দেখা মিলবে একজন বন বিভাগের কর্মকর্তা হিসেবে। যিনি মানুষ এবং পশু পাখির মধ্যকার জটিল সব ব্যাপারগুলো নিয়ে কাজ করেন৷

এ সিনেমা পরিচালনা করেছেন অমিত মাসরুকার। প্রযোজনা করেছে টি-সিরিজ এবং অবুনদান্তিয়া এন্টারটেইনমেন্ট।

অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়ার প্রধান নির্বাহী বিজয় সুবরামানিয়াম সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ছবিটির মুক্তির ব্যাপারটি নিশ্চিত করেন। তিনি জানান, ‘শকুন্তলা দেবীর অসাধারণ সাফল্যের পর, শেরণী নিয়ে আমরা সকলেই দারুণ উচ্ছ্বসিত। আমি মনে করি ভারত এবং ভারতের বাইরে সকল সিনেমাপ্রেমীরাই বিদ্যার নতুন এ সিনেমার অপেক্ষায় রয়েছেন।

সিনেমাটি দর্শকদের সবখানেই আনন্দিত করবে কিনা আমি জানিনা , তবে এটি দারুণ এক রোমাঞ্চকর ভ্রমণের স্বাদ দেবে বলে নিশ্চিত৷’

বাঘকে বলা হয় শের। আর এই শেরের স্ত্রী লিঙ্গ বোঝাতেই ‘শেরণী’ শব্দটিকে সিনেমার শিরোনাম করা হয়েছে৷ যেখানে বিদ্যার চরিত্রটি বাঘিনীর মতোই। এ সিনেমায় বিদ্যাসহ আরও অভিনয় করছেন, সেক্সেনা, মুকুল চাদ্দাহ, বিজয় রাজ, লা আরুণসহ অনেকে।

মুক্তির আগেই ভিন্ন ভাবধারার এই সিনেমা বেশ আলোড়ন তৈরি করেছে সিনেমাপ্রেমীদের মাঝে।

শেয়ার