Top

সবুজবাগ কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা

২০ মে, ২০২১ ৮:৩৬ অপরাহ্ণ
সবুজবাগ কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামিম আরা বেগমকে রাজধানীর সবুজবাগ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের কলেজ শাখার উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত ওই আদেশে রাজধানীর ইডেন কলেজে উপাধ্যক্ষ, সরকারি বিজ্ঞান কলেজে অধ্যক্ষসহ দেশের মোট সাতটি কলেজে শূন্যপদে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদায়ন করা হয়।

সবুজবাগ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা বেগম অভিব্যক্তি প্রকাশ করে বলেন, রাজধানী ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সুবিধা সম্প্রসারণে সরকার একটি প্রকল্পের মাধ্যমে সবুজবাগ কলেজ স্থাপন করে। কলেজটির বয়স প্রায় চার বছরের মতো। এখানে শিক্ষার মান বাড়াতে যা যা করণীয় সবকুটুন চেষ্টা আমি করে যাব।

এজন্য তিনি কলেজের শিক্ষক-কর্মকর্তা, কর্মকচারী ও স্থানীয় শিক্ষানুরাগীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে অধ্যাপক শামিম আরা আরও বলেন, কলেজটি মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের একটি। এখানে ছাত্র-ছাত্রীদের জন্য ভর্তির সুযোগ বৃদ্ধি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত এবং কলেজের অবকাঠামো সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাব।

অধ্যাপক শামিম আরা ১৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। শিক্ষা জীবন থেকেই তিনি স্কাউটের সঙ্গে যুক্ত। সস্প্রতি তিনি বাংলাদেশ স্কাউটের জাতীয় উপ-কমিশনার ‘গার্ল ইন স্কাউটিং’ নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। এর বাইরে ‘সুইডিস ন্যাশনাল জাম্বুরী-২০১৭’, বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত ‘ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ ক্যাম্প-২০১৭’ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘২৪ তম ওয়ার্ল্ড জাম্বুরী-২০১৯’ তে অংশগ্রহণ করেন তিনি। এ ছাড়া ২০১৭ সালে বাংলাদেশ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কাউট দলের ভারত সফরের নেতৃত্বও দেন শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা।

শেয়ার